সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

জরুরি ছাড়া ভারত ভ্রমণ না করার পরামর্শ

কূটনৈতিক প্রতিবেদক

জরুরি ছাড়া ভারত ভ্রমণ না করার পরামর্শ

করোনাভাইরাসের নানা বিধিনিষেধের কারণে জরুরি প্রয়োজন ছাড়া ভারত ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বাংলাদেশিদের জন্য ভিসা বা বন্দর কোনোটাই বন্ধ হবে না বলে জানিয়েছেন ঢাকার ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। গতকাল ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে ভারতীয় হাইকমিশনার অন্যান্য বিদেশি কূটনীতিকদের সঙ্গে করোনাভাইরাসের বুস্টার ডোজ গ্রহণ করেন। বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতে করোনার ওমিক্রন ধরনের সংক্রমণ বাড়ছে। সে কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভারতে ভ্রমণ না করাই ভালো। তবে ভারতে যাওয়ার জন্য স্থলবন্দর খোলা থাকবে। ভিসাও চালু থাকবে। হাইকমিশনার বলেন, ভারতে বিদেশ থেকে যাওয়া সবার জন্য সাত দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। বিদেশি নাগরিকদের পাশাপাশি ভারতীয় নাগরিকরাও যদি বিদেশ থেকে ভারতে যায় তার ক্ষেত্রেও বাধ্যতামূলক।

সর্বশেষ খবর