সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সংকট উত্তরণের পথ অন্তর্বর্তীকালীন সরকার

নিজস্ব প্রতিবেদক

সংকট উত্তরণের পথ অন্তর্বর্তীকালীন সরকার

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সার্বিক পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। অন্তর্বর্তীকালীন সরকার এসে দেশে সাংবিধানিক প্রতিষ্ঠান ও প্রশাসনিক সংস্কার নিশ্চিত করবে। তিনি আরও বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের নামে প্রহসনের অবতারণা করা হয়েছে। সরকার আরেকটি একতরফা নির্বাচনের দিকে অগ্রসর হতে চাচ্ছে।  গতকাল বিকালে রাজধানীতে নাগরিক ঐক্যের সাধারণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, নাগরিক ঐক্য সরকারে গেলে দরিদ্রসহ দেশের সব নাগরিকের কাছে অর্থনৈতিক উন্নয়নের সুফল পৌঁছে দেবে। এভাবে অনুকূল পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে।

সর্বশেষ খবর