মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি নেই, অবনতিও নেই। স্থিতিশীল রয়েছে তাঁর অবস্থা। বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে রবিবার রাতে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। গতকাল তাঁর অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, চেয়ারপারসনের অবস্থা আগের মতোই  অপরিবর্তিত রয়েছে। মেডিকেল বোর্ডের সদস্যরা ক্লোজ মনিটরিং করছেন। প্রয়োজনীয় ওষুধপত্র দিচ্ছেন। তাঁদের পরামর্শেই মূলত ম্যাডামকে সিসিইউ থেকে কেবিনে আনা হয়েছে। তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। সবকটি প্যারামিটার আগের মতোই উঠানামা করছে। আশঙ্কাজনক অবস্থারও কোনো পরিবর্তন হয়নি। 

গত বছরের ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে কেবিনে ভর্তির পরদিনই লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে সিসিইউতে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এই দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করছে।

সর্বশেষ খবর