মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

পয়লা ফেব্রুয়ারিতেই শুরু হবে বইমেলা

নিজস্ব প্রতিবেদক

প্রতিদিন জ্যামিতিক হারে বাড়ছে করোনার সংক্রমণ। উদ্বেগ-উৎকণ্ঠা সরকারের উচ্চপর্যায় থেকে সাধারণের মধ্যেও। এর মধ্যে ভাষার মাস ফেব্রুয়ারিও আসন্ন। এ পরিস্থিতিতে এবারের অমর একুশে গ্রন্থমেলা আয়োজিত হবে কি না এ নিয়ে জনমনে দেখা দিয়েছে দ্বিধা-দ্বন্দ্ব। লেখক-পাঠকরাও রয়েছেন চরম উৎকণ্ঠায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানাজনে বলছেন নানা কথা। কেউ বলছেন এবার বইমেলা হবে না, আবার কেউ বলছেন বাণিজ্যমেলা যেহেতু হচ্ছে, বইমেলাও হবে। তবে, সাধারণের মনের বিভ্রান্তি দূর করেছে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। অমর একুশে  গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ জানান, পয়লা ফেব্রুয়ারি যথাসময়েই শুরু হবে অমর একুশে গ্রন্থমেলা ২০২২। আর সে লক্ষ্যে প্রস্তুতি চলছে বলেও জানালেন তিনি। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, আগামী পয়লা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা আয়োজনের জন্য আমরা ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। সবকিছু ঠিকঠাক থাকলে নির্দিষ্ট সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলার উদ্বোধন করবেন। করোনা সংক্রমনের ঊর্ধ্বগতি মেলাকে বাধাগ্রস্ত করবে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, গতবারও করোনা পরিস্থিতির প্রতিকূলতার মধ্যে আমরা মেলার আয়োজন করেছি। এবারও করব। মাস্ক পরাসহ সব ধরনের সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেলা প্রাঙ্গণে বাস্তবায়ন করা হবে। কখন, কোন সিদ্ধান্ত নিতে হবে সেটা সময়ই বলে দেবে। সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসে আমরা সে সিদ্ধান্তই মেনে নেব। তবে, এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হলো পয়লা ফেব্রুয়ারিতেই নির্দিষ্ট সময়ে মেলা শুরু হবে। আর সে লক্ষ্যেই আমাদের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছি। ভবিষ্যতের পরিস্থিতি কী হয় সেটা ভবিষ্যৎই বলে দেবে।

সর্বশেষ খবর