বুধবার, ১২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি মেনে বাণিজ্য মেলা অর্ধেক আসনে ট্রেন

চেম্বার আদালত ভার্চুয়ালি চলবে ১৬ জানুয়ারি থেকে

নিজস্ব প্রতিবেদক

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সোমবার ১১টি বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ বিধিনিষেধ দেওয়ার পর গতকাল জানানো হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলবে বাণিজ্য মেলা। ১৬ জানুয়ারি থেকে ভার্চুয়ালি চলবে চেম্বার জজ আদালত। এ ছাড়া রেলপথ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে- ১৫ জানুয়ারি থেকে অর্ধেক আসন নিয়ে চলবে রেল।

পূর্বাচলে চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গতকাল থেকে দর্শনার্থীদের মাস্ক ছাড়া প্রবেশ বন্ধ করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ মেনে চলবে বাণিজ্য মেলা। বাণিজ্য মেলার আয়োজক সংস্থা বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, কভিড-১৯-এর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সে অনুযায়ী মেলায়ও নতুন নতুন পদক্ষেপ নেওয়া হবে। প্রাথমিকভাবে মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। ভিতরেও মাস্ক পরিধান নিশ্চিত করতে বিশেষ নজর রাখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে পরিস্থিতি যাই হোক, মেলা সংক্ষিপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান মামলার শুনানিকালে গতকাল জানান, আগামী ১৬ জানুয়ারি থেকে ভার্চুয়ালি পরিচালিত হবে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার জজ আদালত। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত। তিনি বলেন, শুনানিকালে বিচারপতি ওবায়দুল হাসান উপস্থিত আইনজীবীদের খোঁজখবর নেন এবং তাদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত আছেন কি না জানতে চান। এরপর তিনি উপস্থিত আইনজীবীদের আগামী ১৬ জানুয়ারি থেকে ভার্চুয়ালি আদালত চলবে বলে জানান। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। করোনার সংক্রমণ ঠেকাতে সরকারের জারি করা নতুন বিধিনিষেধে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী আজ থেকে (শনিবারের যাত্রার জন্য) ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি করা হবে। গতকাল দুপুরে বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিসি) নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ৫০ শতাংশের অর্ধেক টিকিট কাউন্টারে এবং অর্ধেক টিকিট অনলাইনে বিক্রি করা হবে। আগামী ১৫ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে আন্তঃনগর ট্রেনগুলোর বিদ্যমান আসন সংখ্যার অর্ধেক টিকিট ইস্যু করা হবে। হ্রাসকৃত আসন সংখ্যার অর্ধেক (মোট আসন সংখ্যার ২৫ শতাংশ) টিকিট কাউন্টারের মাধ্যমে এবং বাকি অর্ধেক আসনের (আসন সংখ্যার ২৫ শতাংশ) টিকিট মোবাইল অ্যাপ/অনলাইনের মাধ্যমে ইস্যু করা করা হবে। আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফরম টিকিট ইস্যু বন্ধ থাকবে, কাউন্টারে টিকিট ইস্যু ও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীর মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।

সর্বশেষ খবর