বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

অমানবিক আচরণ হচ্ছে : তৈমূর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘আমার সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। এখনো পুলিশ রাতভর সাদা পোশাকে আমার কর্মী-সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিয়ে নৌকার পক্ষে কাজ করতে বলছে। আমি নির্বাচন কমিশন, নারায়ণগঞ্জ জেলার ডিসি ও এসপি কাউকে বলে কোনো পরিত্রাণ পাইনি। আমার জন্য নির্বাচনী মাঠ কঠোর করা হচ্ছে। কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, খেলা হবে নারায়ণগঞ্জে। শেষ পর্যন্ত মাঠে থাকব। এর শেষ দেখে ছাড়ব।’

গতকাল শোডাউন নিয়ে নগরীর খানপুর থেকে বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তৈমূর আলম অভিযোগ করে বলেন, ‘পুলিশ নৌকার পক্ষের কোনো লোকজনকে গ্রেফতার করেনি। তাদের বাড়িতে যায়নি। আমার সিদ্ধিরগঞ্জের প্রধান সমন্বয়ককে গ্রেফতার করা হয়েছে। আমার লোকজনের বাড়ি বাড়ি পুলিশ যাচ্ছে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। এর পরও যদি কেউ বলেন আমার লোকজনকে হয়রানি করা হচ্ছে না, সেটা জনগণই বিবেচনা করুক।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের সচেতন জনগণ, যারা শহরকে নিয়ে ভাবেন, গত ১৮ বছরের ক্ষোভ থেকে যারা অবসান চান, তারা সবাই আন্তরিকভাবেই এ নির্বাচনে অংশগ্রহণ করছেন। জনগণ দল-মত নির্বিশেষে আমার এই প্রচারণায় অংশগ্রহণ করছে।’ তৈমূর বলেন, ‘আমি তিন সেট করে পোলিং এজেন্ট ঠিক করে রেখেছি। একজনকে বের করে দেওয়া হলে আরেকজন কাজ করবে। শুধু তা-ই নয়, কেন্দ্র রক্ষার জন্য আলাদা কমিটি করা হয়েছে। তারা সেখানে কেন্দ্র রক্ষা করবে। আমাদের চিফ এজেন্ট এ টি এম কামাল নির্বাচন কমিশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। কেন্দ্র যেন দখল না হয় সে জন্য জনগণ পাহারায় থাকবে।’

তৈমূরের শোডাউন আচরণবিধি লঙ্ঘন : কয়েক হাজার নেতা-কর্মী-সমর্থক নিয়ে গতকাল দুপুরে নারায়ণগঞ্জে নির্বাচনী ‘শোডাউন’ করেছেন সিটি নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার। তার সমর্থনে পথসভা শেষে বড় মিছিল হয়। আচরণবিধি অনুযায়ী, সিটি নির্বাচনে পথসভা ও ঘরোয়া সভা ছাড়া কোনো প্রার্থী জনসভা ও শোভাযাত্রা করতে পারেন না। তৈমূর আলম এ মিছিলের পর বলেছেন, ‘এটা মিছিল নয়, শোভাযাত্রা করেছি। বেশি লোক এলে কী করুম?’

গতকাল নারায়ণগঞ্জ সিটির খানপুরে পথসভা শেষে তৈমূর আলমের নেতৃত্বে শহরে বড় মিছিল বের হয়। বেলা পৌনে ১২টার দিকে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে থেকে বড় মিছিল নিয়ে তৈমূর আলমের ‘শোডাউন’ শুরু হয়।  নেতা-কর্মী-সমর্থকরা ঢাকঢোল ও হাতি প্রতীক নিয়ে মিছিলে অংশ নেন। এ সময় তৈমূর আলম একটি ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে রাস্তার দুই পাশের উপস্থিত জনতাসহ বাসাবাড়ির বারান্দায় দাঁড়ানো লোকজনের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তিনি দুই হাত তুলে সবার কাছে দোয়া চান।

মিছিলটি খানপুর থেকে শুরু হয়ে মেট্রো হল মোড়, চাষাঢ়া, বঙ্গবন্ধু রোড হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বেলা দেড়টায় মিছিলটি আবার মেট্রো হল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পথসভায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম আকরাম ও কণ্ঠশিল্পী আসিফ আকবর বক্তব্য দেন।

 

 

 

সর্বশেষ খবর