শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

কাউকে ধমক দিয়ে কাজ হয় না : তৈমূর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

কাউকে ধমক দিয়ে কাজ হয় না : তৈমূর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, কাউকে ধমক দিয়ে, গালি দিয়ে কাজ করানো যায় না। তাদের (আওয়ামী লীগ) মাঝে বিরাট ফাটল রয়েছে, নারায়ণগঞ্জের  জনগণের কাছে এই মেসেজ ক্লিয়ার। ঢাকা থেকে মেহমানরা এসেও এই ফাটল মেটাতে পারেননি। গতকাল সকালে নগরীর ১১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার-প্রচারণায় নেমে এসব কথা বলেন তিনি। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে প্রার্থী হওয়ায় সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে তৈমূর আলম খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে। তৈমূর বলেন, আমার দলের নেতা-কর্মীরা তো নৌকায় ভোট দেবে না। নৌকার পক্ষে কাজ করছে না বলে সরকারি দলের নেতা-কর্মীদের কমিটিও ভেঙে দেওয়া হচ্ছে। তিনি বলেন, জনগণ ভীত না। আমার নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ আছে। আন্তর্জাতিক দূতাবাসে যারা আছেন, পাশাপাশি মানবাধিকার কর্মী যারা আছেন সবাইকে বলব নির্বাচন পর্যবেক্ষণ করুন। তৈমূর বলেন, ঢাকা থেকে মেহমানরা নারায়ণগঞ্জ এসে এমন কিছু কথা বলেছেন, যাতে নারায়ণগঞ্জবাসী মনে খুব ব্যথা পেয়েছেন। মেহমানরা বলেছেন, তৈমূরকে মাঠে নামতে দেওয়া হবে না। তারা আরও বলেছেন, ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। ২৪ ঘণ্টার মধ্যে ঘুঘুর ফাঁদ দেখিয়ে দিব। তৈমূর বলেন, আমি পরবর্তী ২৪ ঘণ্টায় ঘুঘুর ফাঁদ দেখা শুরু করেছি। আমার লোকজন গ্রেফতার হওয়া শুরু হয়েছে। আমার সমন্বয়ক ও গুরুত্বপূর্ণ নেতা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে ২০১৩ সালের হেফাজতের (হেফাজতে ইসলাম) মামলায় গ্রেফতার করা হয়েছে। এসব অত্যাচার নির্যাতনে নারায়ণগঞ্জের মানুষ দলমত নির্বিশেষে ইউনাইটেড হচ্ছে। মেহমানরা যে বিভাজন সৃষ্টি করছেন এতে নারায়ণগঞ্জের মানুষ ব্যথিত। আজকে সরকারি দলের বিভাজন একদম পরিষ্কার। আমার দল যে ঐক্যবদ্ধ এটাও পরিষ্কার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর