সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

কোনো ইস্যুতে সমস্যা থাকলে ঢাকার সঙ্গে আলোচনা করুন

কূটনীতিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এলজিআরডি মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কোনো বিষয়ে সমস্যা থাকলে কিংবা কোনো ক্ষেত্রে উন্নতির প্রয়োজন হলে উন্নয়ন সহযোগী হিসেবে তা নিয়ে ঢাকায় আলোচনার জন্য বিদেশি কূটনীতিকদের অনুরোধ জানানো হয়েছে। ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে গতকাল সকালে এক ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে এমন বার্তা দেওয়া হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সভাপতিত্বে ওই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সচিব মাসুদ বিন মোমেন অংশ নেন।

ব্রিফিংয়ে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, জাপান, ভারত, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কাতার, থাইল্যান্ডসহ প্রায় ৪০টি দেশ ও জোটের মিশনপ্রধানরা উপস্থিত ছিলেন।

কূটনীতিকদের ব্রিফিংয়ে আলোচনা শুরু করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, সরকার ক্ষমতায়নের মাধ্যমে জনগণের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিতের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।

সর্বশেষ খবর