শিরোনাম
শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

৩ ফুট বরফ জমতে পারে নিউইয়র্কে

ধেয়ে আসছে তুষারঝড়

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া,  ভার্জিনিয়া, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, মেইন স্টেটকে লক্ষ্য করে ধেয়ে আসছে প্রলয়ঙ্করী তুষারঝড় (বোম্ব সাইক্লোন)। আজ সন্ধ্যায় (বাংলাদেশ সময় শনিবার সকাল) আছড়ে পড়বে এই তুষারঝড়। সোয়া চার কোটি আমেরিকান এই তুষারঝড়ের কবলে রয়েছেন বলে জাতীয় আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিনে উল্লেখ করা হয়েছে। ঘণ্টায় ৬০ মাইলের অধিক বেগে প্রবাহিত এই তুষারঝড়ে বাড়ি-ঘর লন্ডভন্ড হওয়ার আশঙ্কার পাশাপাশি ৬ ইঞ্চি থেকে ৩ ফুট পর্যন্ত বরফ জমতে পারে এসব এলাকায়। সবচেয়ে বেশি বরফ জমবে নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ড, বাফেলো, বস্টন-রোড আইল্যান্ড এলাকায়। এর তান্ডব চলবে শনিবার সন্ধ্যা নাগাদ। এরপর তা নিউ হ্যামশায়ার হয়ে কানাডায় ধাবিত হবে বলে আবহাওয়া দফতর উল্লেখ করেছে। স্টেট প্রশাসনের পক্ষ থেকে এসব অঞ্চলের বাসিন্দাকে মারাত্মক পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। আবহাওয়া বিশেষজ্ঞ পোল ওয়াকার জানান, নিউইয়র্ক মেট্র এলাকার অনেক স্থানে ১২ ইঞ্চি থেকে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হবে। লং আইল্যান্ডের আইস্লিপে তা ৩৬ ইঞ্চিতে বাড়তে পারে। অর্থাৎ সবকিছু লন্ডভন্ড হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর