বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

হিমেলের পরিবারের ব্যয় বহনে রাবি, চালক হেলপার আটক

মর্তুজা নুর, রাবি

বিধবা মায়ের স্বপ্ন অপূর্ণ রেখে চিরনিদ্রায় বিদায় নিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবীব হিমেল। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে ট্রাকচাপায় পিষ্ট হয়ে মারা যান তিনি। গতকাল অভিযুক্ত ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। এদিকে নিহত হিমেলের পরিবারের সারা জীবনের ব্যয় বহন করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল দুপুর আড়াইটার দিকে নাটোর সদরে নানাবাড়ির গাড়িখানা কেন্দ্রীয় গোরস্তানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের মর্গ থেকে তার লাশ নিয়ে যাওয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সেখান থেকে লাশ নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে হিমেলের মামা মো. মুন্না সবার উদ্দেশে বলেন, আমার বোন স্বামীহারা ছিলেন, এখন সন্তানহারা হলেন। এভাবে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। হিমেলের লাশ দুপুর ১২টার দিকে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি নানাবাড়িতে পৌঁছে। লাশের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। লাশ নেওয়া হয় স্থানীয় একটি স্কুল প্রাঙ্গণে। এ সময় নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র উমা চৌধুরী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিহত এই রাবি শিক্ষার্থীর লাশ ঘিরে সেখানে নেমে আসে শোকের ছায়া। শোকার্ত মা, নানি, নানা ও মামাসহ সহপাঠীদের কান্নায় ভারী হয়ে ওঠে হিমেলের নানা বাড়ির পরিবেশ। পরে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ নিহত হিমেলের মা ও নানার সঙ্গে দেখা করে তাদের সান্ত¡না দেন। এ সময় হিমেলের মা মনিরা আক্তারের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন উপাচার্য। একই সঙ্গে তিনি তাদের সহযোগিতার আশ্বাস দেন। হিমেল নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিহত হিমেলের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও প্রক্টরের পদত্যাগসহ সাত দফা আন্দোলনে নামেন তারা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ে থাকা সাতটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। এ ছাড়াও নির্মাণাধীন বিজ্ঞান ভবনে আগুন ধরিয়ে দেন তারা। তবে রাত দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারসহ অন্য শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নতুন প্রক্টর নিয়োগ : বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. আসাবুল হক। গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালামের স্বাক্ষরে এ নিয়োগ দেওয়া হয়। এর আগে মঙ্গলবার রাতে শিক্ষার্থী হিমেলের মৃত্যুকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দাবির মুখে মো. লিয়াকত আলীকে ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয় প্রশাসন। ড্রাইভার হেলপার আটক : হিমেল নিহতের ঘটনায় ট্রাক ড্রাইভার টিটু এবং হেলপার কালুকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে আটক করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পরিবারের ব্যয় বহন করবে রাবি : ট্রাকচাপায় নিহত হিমেলের পরিবারের সারা জীবনের ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরেক শিক্ষার্থী রিমেলের চিকিৎসার সব খরচও প্রশাসন বহন করবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর