বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

আসামিদের ছবি তোলায় হামলা আহত ২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আসামিদের ছবি তোলায় হামলা আহত ২০

জালিয়াতি মামলায় গতকাল দুপুরে বাকেরগঞ্জ উপজেলার এক ইউপি চেয়ারম্যান ও তার ভাই-বোনসহ পাঁচজনকে আদালত কারাগারে নেওয়ার নির্দেশ দিলে আলোকচিত্র সাংবাদিকরা তাদের ছবি তুলতে যান এবং আদালত প্রাঙ্গণেই চেয়ারম্যানের লোকদের হামলার শিকার হন। কয়েকজনকে রাস্তায় ফেলে বেদম পেটানো হয়। এতে আহত হন ২০ জন। এদের মধ্যে ১৭ জনকে ভর্তি করা হয়েছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। দাঁড়িয়াল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলামসহ পাঁচ ভাই-বোনকে দুপুরে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আলোকচিত্র সাংবাদিকরা তাদের কারাগারে নেওয়ার ভিডিও ও স্থিরচিত্র ধারণ করছিলেন। এ সময় চেয়ারম্যানের অনুসারী এবং কয়েকজন মুহুরি ছবি তুলতে বাধা দেন। বাধা উপেক্ষা করে ছবি তুলতে থাকায় তাদের ওপর হামলা চালায় চেয়ারম্যানের পেটোয়া বাহিনী। প্রাণ বাঁচাতে দৌড়ে রাস্তায় গেলে ফের তাদের রাস্তায় ফেলে মারধর করে। এ সময় সাংবাদিকদের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। অভিযোগ উঠেছে, সাংবাদিকরা যাতে ছবি তুলতে না পারেন সে জন্য ১ লাখ টাকার চুক্তি করেছিলেন তার অনুসারী কয়েকজন মুহুরি। হামলার খবর জানার পর পুলিশ কমিশনার দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তখন আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এজলাস কক্ষ থেকে বেরিয়ে এসে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন সাংবাদিকদের। হামলা চালানোর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও মুহুরিরা সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন। এর আগেও জানুয়ারির শেষের দিকে একটি ধর্ষণ মামলায় নগরীর ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কালাম মোল্লাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত। ওই দিন তার ছবি তুলতে গেলে আলোকচিত্র সাংবাদিকদের হেনস্তা করা হয়।

সর্বশেষ খবর