বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র রাশিয়াকে যুদ্ধে টানার চেষ্টা করছে : পুতিন

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্র রাশিয়াকে যুদ্ধে টানার চেষ্টা করছে : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তার দেশকে ইউক্রেন নিয়ে যুদ্ধে জড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। তিনি বলেন, আমেরিকার লক্ষ্য হলো- সংঘাতকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা। পুতিন আরও বলেন, ইউরোপে ন্যাটো জোটের উপস্থিতি নিয়ে রাশিয়ার উদ্বেগ উপেক্ষা করছে যুক্তরাষ্ট্র। সূত্র : বিবিসি। মস্কোয় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সঙ্গে বৈঠকের পর গত মঙ্গলবার

ভ্লাদিমির পুতিন বলেন, ‘রাশিয়াকে এভাবে যুদ্ধে টানার চেষ্টা যুক্তরাষ্ট্রের অসৎ উদ্দেশ্যের প্রতিফলন। আমার কাছে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নয়, কিন্তু তাদের মূল কাজ হচ্ছে রাশিয়ার উন্নয়ন ঠেকানো। এই বিবেচনায় ইউক্রেন কেবল তাদের লক্ষ্যে পৌঁছানোর হাতিয়ার।’ পুতিন বলেন, মস্কোর পক্ষ থেকে ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত না করার যে গ্যারান্টি চাওয়া হয়েছিল তা উপেক্ষা করেছে যুক্তরাষ্ট্রসহ তার মিত্ররা। রাশিয়ান সীমান্তের কাছে সমরাস্ত্র মোতায়েন না করা এবং পূর্ব ইউরোপ থেকে তাদের বাহিনী ফিরিয়ে নেওয়ার দাবিও উপেক্ষা করা করা হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট 
ভ্লাদিমির জেলেনস্কি মঙ্গলবারই সতর্ক করে বলেছেন, রাশিয়া আগ্রাসন চালালে কেবল ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ হবে না- এটা হবে ইউরোপের যুদ্ধ, একটি পূর্ণ মাত্রার যুদ্ধ। প্রসঙ্গত, ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রসহ ন্যাটোর অবস্থান নিয়ে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা চলছে।

 

সর্বশেষ খবর