শিরোনাম
বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দুই সপ্তাহ বাড়বে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়বে। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় গতকাল এক ভিডিওবার্তায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান। এর আগে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নির্ধারিত ছিল।

গতকাল শিক্ষামন্ত্রী বলেন, শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রয়েছে; তা আরও দুই সপ্তাহ বৃদ্ধি করা হবে। আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব, এতে করোনা সংক্রমণের হার কমে আসবে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই স্বাভাবিক পরিবেশে শ্রেণিকক্ষে পাঠদানে নিয়ে যেতে পারব। এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি গণমাধ্যমকে বলেন, করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছে, যেহেতু করোনার সংক্রমণ এখনো প্রায় ৩০ শতাংশ। আমরা অবস্থা পর্যালোচনা করছি। প্রসঙ্গত, করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে প্রায় দেড় বছর পর গত বছর ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। সম্প্রতি ফের করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। ২১ জানুয়ারি এ ছুটি শুরু হয়েছে।

সর্বশেষ খবর