শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

আমাদের অর্থনীতি কখনো নিম্নমুখী হয়নি

নিজস্ব প্রতিবেদক

আমাদের অর্থনীতি কখনো নিম্নমুখী হয়নি

মহামারি করোনা পরিস্থিতিতে সারা বিশ্বের অবস্থা খারাপ ছিল। কিন্তু কখনো আমাদের অর্থনীতি নিম্নমুখী হয়নি। আমাদের রপ্তানি আয় বাড়ছে। রেমিট্যান্স প্রবৃদ্ধি ভালো। যদিও জিডিপিতে এটা যোগ হয় না, কিন্তু মাথাপিছু আয়ে এর অবদান যোগ হয়। রাজস্ব আয়েও ইতিবাচক প্রবৃদ্ধি। এ জন্য কোথাও কোনো নেগেটিভ গ্রোথ হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমাদের আরেকটি খাত বিশেষভাবে প্রধানমন্ত্রীর হাত ধরে প্রণোদনা ঘোষণায় রেমিট্যান্স প্রবাহ বেড়ে গেছে ৩৬ শতাংশ। রেমিট্যান্সটা যদিও আমাদের জিওবিতে আসে না। কিন্তু মাথাপিছু আয়ে আসে। এগুলো হলো আমাদের অর্থনৈতিক এলাকা। এর কোথাও কিন্তু নেগেটিভ গ্রোথ নেই।’ অর্থমন্ত্রী বলেন, ‘গত বাজেট যখন সংসদে উপস্থাপন করেছিলাম, সে সময় আমি উল্লেখ করেছিলাম জিডিপিতে প্রবৃদ্ধি বেশি হবে। সেটিই কিন্তু হয়েছে। আমি মনে করি এই সবকিছু সম্ভব হয়েছে এ দেশের মানুষের জন্য। আমরা পেয়েছিলাম একজন প্রধানমন্ত্রী, তাঁর সুযোগ্য গতিশীল নেতৃত্বে এটা সম্ভব হয়েছে। তিনি এই দেশের মানুষকে বাঁচানোর জন্য- তারা যেন হাতে টাকা পেতে পারে, সংসার চালাতে পারে সেই উদ্যোগ নিয়েছিলেন। সেটি যথাযথভাবে কাজ করেছে। অন্য কেউ সাহস পায়নি এটি করার জন্য, আমরা সেটি করেছি। এসব কারণেই আমাদের জিডিপির প্রবৃদ্ধি বেড়েছে।’ তিনি বলেন, ‘যেভাবেই হিসাব করেন, আমরা যে হিসাব দিয়েছি আপনারা সেভাবেই পাবেন। কেউ কেউ বলবে আমাদের মূল্যায়ন ঠিক হয়নি, হয়তো আমরা বেশি দেখিয়েছি। আমাদের যে অর্জন সেটি তো আপনারাই দেখতে পাচ্ছেন। কোথায় আছি আমরা। আমরা তো সব জায়গায় অর্জন দেখতে পাচ্ছি। এখন আপনারা যদি কোনো অর্জন না দেখেন তাহলে বলতে পারেন ঋণাত্মক ফিগার আছে।’

সর্বশেষ খবর