সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা দুজন আহত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থী শিবিরে রোহিঙ্গা নেতা আবুল কালামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই রোহিঙ্গা নেতা।

উখিয়া থানা পুলিশ জানায়, গতকাল ভোরে কুতুপালং ক্যাম্প-২ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নেতা আবুল কালাম কুতুপালং শিবিরের বাসিন্দা। এ ঘটনায় আহতরা হলেন, ক্যাম্পের হেড মাঝি মো. আমিন ও সাব মাঝি মো. জাফর।

ক্যাম্পের             নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক জানান, অভ্যন্তরীণ কোন্দলে ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। কয়েকজন রোহিঙ্গা নেতা জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের তিনজন মাঝিকে ধরে নিয়ে যায় কিছু দুষ্কৃতকারী রোহিঙ্গা। পরে তাদের হাত-পা কুপিয়ে জখম করে। এর মধ্যে একজনের মৃত্যু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করায় আগে থেকেই তাদের হুমকি দিয়ে আসছিল এই দুষ্কৃতকারীরা। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) গাজী সালাহউদ্দিন জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রোহিঙ্গা দুষ্কৃতকারীদের আটক করতে বালুরমাঠ পুলিশ ক্যাম্প সাড়াশি অভিযান পরিচালনা করছে। বালুরমাঠ পুলিশ ক্যাম্প কমান্ডার এএসপি এ কে এম এমরানুল হক মারুফ জানান, তাদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর