সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

নতুন ইসি গঠনে দেরি শূন্যতা হিসেবে গণ্য হবে না : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কমিশন গঠনে দেরি হলেও মাঝখানের সময় আইনে শূন্যতা হিসেবে গণ্য হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সংবিধান বা আইনে  পদ শূন্য থাকতে পারবে না, এ রকম কথা নেই। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আনিসুল হক। কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হচ্ছে আজ। তবে নতুন ইসি গঠনে যোগ্য ১০ জনের নাম সুপারিশ করার জন্য সার্চ কমিটির হাতে সময় রয়েছে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। জানা গেছে, আইনের বিধান অনুসারে যোগ্য ১০ জনের নাম দ্রুত রাষ্ট্রপতির কাছে জমা দেবে সার্চ কমিটি। সেখান থেকে পাঁচজনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে দেবেন রাষ্ট্রপতি। কিন্তু আজ সোমবারের মধ্যে সেই প্রক্রিয়া শেষ না হলে নির্বাচন কমিশনের পদগুলো সাময়িকভাবে শূন্য থাকবে। তাতে সাংবিধানিক কোনো জটিলতা তৈরি হবে কি না তা গতকাল সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত কথা বলেন আইনমন্ত্রী। মেয়াদ শেষ হওয়ার পরও নতুন কমিশন না হওয়া পর্যন্ত বর্তমান কমিশন দায়িত্ব পালন করতে পারবে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, বর্তমান কমিশন দায়িত্ব চালিয়ে যেতে পারবে না। কারণ, সংবিধানে সুনির্দিষ্টভাবে বলা আছে, তারা পাঁচ বছর দায়িত্ব পালন করবে। পাঁচ বছর শেষ হয়ে গেলে এমন কথা নেই যে যারা স্থলাভিষিক্ত হবে, তারা না আসা পর্যন্ত দায়িত্বে থাকবে। এ সময় নির্বাচন কমিশনের প্রশাসনিক কাজ চলবে। তবে নতুন নির্বাচন কমিশন এলেই কোনো নির্বাচনের বিষয়ে পদক্ষেপ নিতে পারবে। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে বিএনপির অংশ না নেওয়া ও অনুসন্ধান কমিটিতে নাম প্রস্তাব না করার সিদ্ধান্ত গণতান্ত্রিক কি না, এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘এটি গণতান্ত্রিক নয়। গণতন্ত্রের কথাই হচ্ছে সংলাপ, আন্ডারস্ট্যান্ডিং। সেখানে প্রতিবারই কোনো পদক্ষেপকে যদি তারা ইতিবাচকভাবে না নিয়ে নেতিবাচকভাবে নেয়, তাহলে জনগণ সেটিকে গণতান্ত্রিক বলে মনে করবে না।

বীর মুক্তিযোদ্ধা লেখা এনআইডি পেলেন মুক্তিযোদ্ধারা : দেশের সব বীর মুক্তিযোদ্ধাই ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। গতকাল ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (বাংলা পাঠ) এবং জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারন আইন, ২০২১ এর মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মুক্তিযোদ্ধাদের ঠিকানায় এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র পৌঁছে দেওয়া হবে বলে জানান সিইসি। অনুষ্ঠানে অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধাকে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়।

সর্বশেষ খবর