সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ইয়েমেনে অপহৃত পাঁচ জাতিসংঘ কর্মীর একজন বাংলাদেশি

প্রতিদিন ডেস্ক

জাতিসংঘ জানিয়েছে, মাঠপর্যায়ের কাজ শেষে এডেনে ফেরার পথে ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে তাদের পাঁচ কর্মীকে অপহরণ করা হয়েছে। অপহৃতদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন। সূত্র : রয়টার্স, গার্ডিয়ান।

খবরে বলা হয়, গত শুক্রবার আবিয়ান থেকে এই পাঁচজনকে ধরে নিয়ে যাওয়া হয়। ইয়েমেনে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার মুখপাত্র রাসেল গিকি জানান, তাদের মুক্তি নিশ্চিতে কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে জাতিসংঘ। অপহৃত পাঁচজনের মধ্যে চারজনই ইয়েমেনি, একজন বাংলাদেশি। তাদের সবাইকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। অপহরণকারীরা এই পাঁচ কর্মীর জন্য মুক্তিপণ এবং কারাবন্দি কয়েক জঙ্গির মুক্তি চেয়েছে। উল্লেখ্য, ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বেশির ভাগ অংশই বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) নিয়ন্ত্রণে। তারা অবশ্য এই অপহরণকে ‘সন্ত্রাসী কর্মকান্ড’ বলে অ্যাখ্যা দিয়েছে। এ অবস্থায় যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে জাতিসংঘের এই কর্মীদের কারা অপহরণ করতে পারে- সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। তবে ইয়েমেনি কর্মকর্তারা এই অপহরণের জন্য আল-কায়েদা জঙ্গিদের সন্দেহ করছেন।

সর্বশেষ খবর