মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

নতুন মুখের চমকে ওয়ানডে দল

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তামিম ইকবালের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল ঘোষিত এই দলে নতুন মুখ রয়েছে তিনটি। প্রথমবারের মতো ওয়ানডে দলে স্থান পেয়েছেন মাহমুদুল হাসান জয়, নাসুম আহমেদ ও ইবাদত হোসেন। এছাড়াও দলে ফিরেছেন ইয়াসির আলি রাব্বি ও নাজমুল হোসেন শান্ত। ইয়াসির এর আগে ওয়ানডে দলে ডাক পেলেও তার অভিষেক হয়নি। ইয়াসিরসহ মোট চারজন ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় আছেন। মাহমুদুল, ইয়াসির ও ইবাদত টেস্টে অভিষিক্ত হয়েছেন আগেই। নাসুম খেলেছেন আন্তর্জাতিক টি-২০। এবার একদিনের ক্রিকেটেও দেখা যেতে পারে তাদেরকে। আগের দল থেকে বাদ পড়েছেন অনেকেই। এদের মধ্যে আছেন মোহাম্মদ নাঈম শেখ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফুদ্দিন, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ মিথুন। গত জুলাইতে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিম্বাবুয়েতে তিন ম্যাচের সেই সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। এরপর মাঝখানে টি-২০ ও টেস্ট ম্যাচ খেললেও একদিনের ম্যাচ খেলতে নামেনি বাংলাদেশ। সাত মাসেরও বেশি সময় পর ওয়ানডে খেলতে নামবেন তামিম ইকবালরা। ঢাকায় ২৩ ফেব্রুয়ারি শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি।

 

 

সর্বশেষ খবর