সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

লিটল বাংলাদেশ এভিনিউ কুইন্সে

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

অমর একুশে শহীদ দিবসের এইদিনে আজ নিউইয়র্ক সিটির কুইন্সে একটি সড়ক দ্বীপের নামকরণ হচ্ছে ‘লিটল বাংলাদেশ এভিনিউ’। স্থানীয় সময় দুপুর দেড়টায় এর নামফলক উন্মোচন করবেন সিটি কাউন্সিলম্যান জেমস এফ জিনারো।  উল্লেখ্য, জ্যামাইকায় সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশিদের বসতি বেড়েছে। তারই আলোকে হিলসাইড এভিনিউ এবং হোমলোন এভিনিউর কর্নারকে (সাগর চাইনিজ রেস্টুরেন্টের নিকটে)  নতুন নামে অভিষিক্ত করা হচ্ছে। এ উপলক্ষে এরই মধ্যে নিউইয়র্ক সিটি কাউন্সিলে একটি বিল (আইএনটি২৪৭৭) পাস হয়েছে। এটি উত্থাপন করেছিলেন কাউন্সিলম্যান জেমস এফ জিনারো। অন্য সবাই তাতে সমর্থন দিয়েছেন। নিউইয়র্ক সিটিতে ৩ লাখের অধিক বাংলাদেশি বাস করছেন। কিন্তু এ পর্যন্ত বাংলাদেশ নামে কোনো কিছু ছিল না। এবার এটিই হবে সেই প্রত্যাশার প্রতিফলন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর