সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

কুমিল্লায় ছয়জন নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাটিবাহী ট্রাকচাপায় ছয় সিএনজি অটোরিকশা আরোহী নিহতের ঘটনায় ট্রাকচালক রবিনকে গ্রেফতার করেছে র‌্যাব। জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের মুড়াপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিন জেলার বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। গতকাল র‌্যাব-১১ সিপিসি-২ এর উপপরিচালক কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাহিব হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার রাকিবুল হাসান রবিনের (১৯) কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স বা কোনো ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ ছিল না। তিনি পঞ্চম শ্রেণি পাস। তার পিতা একজন সিএনজি অটোরিকশা চালক এবং তার চাচা ড্রামট্রাক চালক। দুই/তিন বছর আগে তার চাচার সঙ্গে ড্রামট্রাকের হেলপারি করতেন তিনি। পরবর্তীতে তার ওস্তাদ মো. মনিরের (৩০) সঙ্গে গাড়ি চালান। রাকিবুল হাসান রবিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, ১৭ ফেব্রুয়ারি রাত ১০টা থেকে সারা রাত ড্রামট্রাক চালান তিনি। প্রতিটি ট্রিপে অধিক কমিশন ও সংখ্যা বৃদ্ধির জন্য প্রতিযোগিতামূলক বেপরোয়া গতিতে গাড়ি চালাতে থাকেন। ভোর সাড়ে ৫টায় মাটিবোঝাই ড্রামট্রাকটি নিয়ে তিনি রওনা করেন। রাস্তায় অতিরিক্ত কুয়াশা থাকা সত্ত্বেও দ্রুত ট্রিপ মারার জন্য বেপরোয়া গতিতে ড্রামট্রাকটি চালাচ্ছিলেন। অতিরিক্ত কুয়াশা, সারা রাত বিরতীহীন গাড়ি চালানো ও অতিরিক্ত গতির কারণে তুঁতবাগান এলাকায় যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাটি দেখতে পাননি তিনি। গাড়ির অতিরিক্ত গতি থাকার কারণে কাছাকাছি এসে লক্ষ্য করলেও গাড়িটি তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি। ব্রেক করলেও নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় ৫০ ফুটের মতো সামনে চলে যায়। পরবর্তীতে তিনি দুর্ঘটনাকবলিত ড্রামট্রাকটি রেখে পেছনে থাকা অন্য আরেকটি ড্রামট্রাকে উঠে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। উল্লেখ্য, শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্ধুরিয়াপাড়া কাটাজাঙ্গাল তুঁতবাগান এলাকায় কুমিল্লার বুড়িচংয়ে মাটিবাহী ড্রামট্রাক চাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ ছয়জন নিহত হন। এদিকে শুক্রবার রাতে নিহত অটোরিকশা চালক জুলহাস মিয়ার ছেলে স্বপন মিয়া বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।

সর্বশেষ খবর