মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

জয় বাংলা উচ্চারণের অধিকার হারিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক

জয় বাংলা উচ্চারণের অধিকার হারিয়েছে সরকার

জেএসডি সভাপতি ও স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আবদুর রব বলেছেন, সরকার ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণের নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। এ সরকার দলীয় রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সব ঐতিহাসিক অর্জন সুকৌশলে আত্মসাৎ করছে। গতকাল রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে  জেএসডিতে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আ স ম রব স্মৃতিচারণা করে বলেন, সিরাজুল আলম খানের নেতৃত্বাধীন নিউক্লিয়াসের অন্যতম দুই সদস্য ছাত্রলীগ নেতা আফতাব উদ্দিন আহমেদ ও চিশতী শাহ হেলালুর রহমান ১৯৬৯ সালের ১৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাংলার মাটিতে সর্বপ্রথম ‘জয়বাংলা’ স্লোগান উচ্চারণ করেন। জয়বাংলা স্লোগান ছিল স্বাধীনতাকামী বাঙালির প্রাণের স্পন্দন, স্বাধীনতার বীজমন্ত্র। স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ একটি পত্রিকা প্রকাশ করে ‘জয়বাংলা’ নামে এবং ছাত্রদের নিয়ে ‘জয়বাংলা বাহিনী’ও গঠন করা হয়।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছানোয়ার হোসেন তালুকদার, তানিয়া রব, শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, কামাল উদ্দিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মাইনূর রহমান, মো. ফারুক হাসান, আজিজুল হক, মো. গোলাম মোস্তফা, শাহ আলম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর