বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

করোনা টিকার তৃতীয় (বুস্টার) ডোজ নিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গতকাল বিকালে রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তিনি টিকা নেন। তবে তাকে হাসপাতালের ভিতরে নেওয়া হয়নি। গাড়ির ভিতরেই টিকা দেওয়া হয়। এর আগে প্রথম দুই ডোজ মডার্নার টিকা দেওয়া হলেও এবার তাকে ফাইজারের টিকা দেওয়া হয়।

খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামকে বিকাল সাড়ে ৪টার দিকে টিকা দেওয়া হয়। তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ নেন। আগের দুই ডোজ মডার্নার টিকা নিয়েছিলেন, এবার ফাইজারের টিকা দেওয়া হয়েছে। ম্যাডামের সঙ্গে যারা কাজ করেন, সহায়তা করেন, বাসভবনের আরও চারজন এ বুস্টার টিকা নিয়েছেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে ডা. জাহিদ হোসেন বলেন, ‘আমরা কখনোই বলিনি তাঁর অবস্থা স্থিতিশীল আছে। আমরা বলেছি উনার প্রাথমিক যে রোগ তার চিকিৎসা কিছুই হয়নি। ওনার রোগের যে জটিলতা অর্থাৎ পরিপাকতন্ত্রের যে রক্তক্ষরণ সেটি কিছুটা নিয়ন্ত্রণ হয়েছে। কিন্তু আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ অন্য যে রোগগুলো রয়েছে- সেগুলোর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড সবসময়ই পরামর্শ দিয়েছেন দেশের বাইরে আরও উন্নতমানের সেন্টারে নিয়ে চিকিৎসা করার। তাঁকে দ্রুত সময়ের মধ্যে দীর্ঘস্থায়ী চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু দেশনেত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দেওয়া হয়নি।’ এর আগে বিকাল ৪টার দিকে গুলশানের ভাড়া বাসা ফিরোজা থেকে সাদা রঙের একটি গাড়িতে চড়ে হাসপাতালে যান খালেদা জিয়া। সেখানে পৌঁছালে হাজারও নেতা-কর্মী দলীয় নেত্রীকে একনজর দেখতে ভিড় করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর বিএনপির আমিনুল হক, যুবদলের সাইফুল আলম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, এস এম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মহিলা দলের আফরোজা আব্বাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা এবং চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর