শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

আফগান উড়িয়ে সিরিজ জয়

ক্রীড়া প্রতিবেদক

আফগান উড়িয়ে সিরিজ জয়

ওয়ানডে শতকের পর লিটন দাস

দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ। ১৩৬ রানের ক্যারিশম্যাটিক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ওপেনার লিটন কুমার দাস। টাইগাররা গতকাল চট্টগ্রামে আফগানিস্তানকে হারিয়েছে ৮৮ রানের বিশাল ব্যবধানে। সিরিজের পাশাপাশি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় সবার ওপরে উঠে গেল            বাংলাদেশ। ১৪ ওয়ানডের মধ্যে ১০টিতে জিতে ১০০ পয়েন্ট টাইগারদের। দ্বিতীয় স্থানে থেকে ইংল্যান্ডের ১৫ ম্যাচে পয়েন্ট ৯৫। টাইগারদের পয়মন্ত ভেন্যু সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম যেন এখন রেকর্ডের ভেন্যু হয়ে গেছে। প্রথম ম্যাচে আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজের সপ্তম উইকেট জুটির রেকর্ডে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছিল স্বাগতিক। গতকাল তৃতীয় উইকেট জুটিতে লিটন দাস ও মুশফিকুর রহিম মিলে আরেকটি রেকর্ড গড়লেন। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে দলীয় সর্বোচ্চ রানেরও রেকর্ড হয়েছে। রেকর্ডের ছড়াছড়ির এই ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে করেছিল ৩০৬ রান। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২১৮ রানেই গুটিয়ে যায় সফরকারী আফগানিস্তানের ইনিংস। তৃতীয় উইকেটে লিটন ও মুশফিকের জুটিটি ছিল ২০২ রানের। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নতুন রেকর্ড। এর আগে তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল ১৭৮, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম, ২০১৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে। ঘরের মাঠে আগের সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্রাম নিয়েছিলেন লিটন দাস। এর আগে ওয়ানডে খেলেছেন জিম্বাবুয়ের বিরুদ্ধে, ওই সিরিজেও একটি সেঞ্চুরি ছিল লিটনের। কালকের ১২৬ বলের ইনিংসটি ছিল অসাধারণ। ১১টি বাউন্ডারির সঙ্গে দুটি বিশাল ছক্কা। এই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। তিনি খেলেছেন ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস। টি-২০ বিশ্বকাপ থেকে যেন ফর্ম হারিয়ে ফেলেছিলেন তিনি। এই ইনিংস খেলে যেন হাফ ছেড়ে বাঁচলেন।

আগের ম্যাচে টপ অর্ডারে ধস নেমেছিল। গতকাল টপ অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়েই রানের পাহাড়ে ওঠে বাংলাদেশ। ব্যাটসম্যানদের পর সাগরিকায় শুরু হয় টাইগার বোলারদের দাপট। বাংলাদেশের সাত বোলার বোলিং করেছেন, কাউকেই হতাশ করেননি আফগান ব্যাটসম্যানরা। কেবলমাত্র সাকিব ও তাসকিন দুটি আর বাকি সবাই একটি করে উইকেট নিয়েছেন। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই গতকাল বাংলাদেশ ছিল অসাধারণ। দুরন্ত বাংলাদেশের সামনে পাত্তাই পেল না আফগানিস্তান। এক ম্যাচ আগেই সিরিজের ফল নির্ধারণ হয়ে গেল। তবে সুপার লিগের পয়েন্ট হিসাব-নিকাশ আছে বলেই শেষ ম্যাচ নিয়েও উত্তেজনা থাকবে। তা ছাড়া হোয়াইটওয়াশ করার এই সুযোগটি কেনই বা মিস করবেন তামিমরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর