শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ল

নিজস্ব প্রতিবেদক

ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ল

মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ বলেছেন, ইউক্রেনের ওপর রাশিয়ার হামলায় আমি তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা দেখছি না। রাশিয়া সমরাস্ত্র নিয়ে ইউক্রেনের ওপর ঝাঁপিয়ে পড়েছে। ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ছে। এতে প্রমাণ হয়- বৃহৎ কোনো রাষ্ট্র চাইলেই তাদের ইচ্ছাশক্তি ক্ষুদ্র কোনো রাষ্ট্রের ওপর চাপিয়ে দিতে পারে। সামরিক শক্তি প্রয়োগ করতে পারে।

গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, ইউক্রেন ছাড়া ইউরোপ কিংবা ন্যাটোর অন্য সদস্যদের যুদ্ধে অংশগ্রহণ করতে দেখছি না। তার মানে তারা যুদ্ধ এড়িয়ে যেতে চাইছে। এখন পর্যন্ত তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে যুদ্ধ ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখানে ন্যাটোর পিছিয়ে যাওয়া বিশ্বে বড় ধরনের ঝাঁকুনি দেবে। অর্থনৈতিক মন্দার মুখে পড়বে বিশ্ব। রাশিয়ার এ হামলা যখন বিশ্ব ঠেকাতে পারল না তখন ছোট রাষ্ট্রগুলো ঝুঁকির মধ্যে থাকবে। সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকবে অতীতে রাশিয়ার সঙ্গে একত্রে থাকা সোভিয়েত ইউনিয়ন ব্লকের রাষ্ট্রগুলো। কারণ পুনরায় সোভিয়েত ইউনিয়নকে একত্রিত করার যে ভাবনা সেটা এ রাষ্ট্রগুলোর জন্য ঝুঁকি বাড়াবে। আন্তর্জাতিক পর্যায়ের ব্যর্থতার সমালোচনা করে মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ বলেন, যুদ্ধ থামাতে জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক পর্যায়ের যে ব্যর্থতা সেটা মারাত্মকভাবে প্রতীয়মান হচ্ছে। আগামী দিনে জাতিসংঘ টিকে থাকবে কি না তা প্রশ্নের মুখে পড়ল। অন্য যেসব দেশ যারা একই ধরনের সমস্যায় ভুগছে তাদের সম্পর্ক আরও জটিল হবে। চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক একইরকম। চীন তার সামরিক শক্তি দিয়ে তাইওয়ানকে দখল করার যৌক্তিক উদাহরণ দেখানোর সুযোগ পেল। নিরাপত্তাগত পরিস্থিতি দেখিয়ে বৃহৎ রাষ্ট্রের সামরিক শক্তি দিয়ে ক্ষুদ্র রাষ্ট্রের ওপর চাপ প্রয়োগের প্রচলন করল। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশে চলমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকাজ বাধার মুখে পড়তে পারে।

সর্বশেষ খবর