শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

রাশিয়ার এক নম্বর টার্গেট আমি

প্রতিদিন ডেস্ক

রাশিয়ার এক নম্বর টার্গেট আমি

এক ভিডিওবার্তায় গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমিই রাশিয়ার এক নম্বর টার্গেট। দুই নম্বরে আছে আমার পরিবার। তারা রাষ্ট্রপ্রধানকে শেষ করে ইউক্রেনকে রাজনৈতিকভাবে নিঃশেষ করতে চায়। কিন্তু আমি রাজধানীতেই থাকব। আমার পরিবারও ইউক্রেনেই থাকবে।’ সূত্র : আলজাজিরা। খবরে বলা হয়,  রুশ ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার মুখে ইউক্রেনের বড় শহরগুলো থেকে এরই মধ্যে প্রায় ১ লাখ মানুষ পালিয়েছেন। জেলেনস্কি জানান, রুশ সেনাদের হামলায় প্রথম দিন তার দেশের ১৩৭ জন সেনাসদস্য ও বেসামরিক লোক নিহত হয়েছেন।

ইউক্রেনে রুশ হামলার পর পশ্চিমা মিত্রদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘একা লড়ছি, কিন্তু কাউকে পাশে পাচ্ছি না। আমরা মরছি, তারা শুধু দেখছে।’ জেলেনস্কি পশ্চিমাদের ইঙ্গিত করে বলেন, ‘তারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেই দায়িত্ব শেষ করছে। কিন্তু নিষেধাজ্ঞায় কি রাশিয়ার কিছু আসে-যায়? আগের নিষেধাজ্ঞায় কি রাশিয়ার ওপর কোনো প্রভাব পড়েছে? আমরা আকাশে যে শব্দ শুনছি ও যা দেখছি তাতে মনে হচ্ছে নিষেধাজ্ঞা যথেষ্ট নয়।’

সর্বশেষ খবর