শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র

প্রতিদিন ডেস্ক

যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র

রাশিয়া-ইউক্রেনের সংঘাতে মার্কিন সেনারা কখনই জড়াবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন গতকাল হোয়াইট হাউস থেকে এ কথা জানান। সূত্র : সিএনএন। বাইডেন বলেন, ‘আমাদের বাহিনী ইউক্রেনে রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িত নয় এবং ভবিষ্যতেও জড়িত থাকবে না। ইউক্রেনের হয়ে যুদ্ধ  করতে আমাদের সেনারা ইউরোপ যাবে না।’ তবে তিনি উল্লেখ করেন, ন্যাটো মিত্রদের রক্ষা করতে বিশেষ করে পূর্বাঞ্চলে ন্যাটো মিত্রদের রক্ষায় ইউরোপে মার্কিন সেনার উপস্থিতি থাকবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, তার ‘কোনো সন্দেহ নেই’ যে ন্যাটো সদস্যরা জোটের ৫ নম্বর অনুচ্ছেদ মেনে চলবে। ওই অনুচ্ছেদে বলা হয়েছে জোটের একজনের ওপর হামলার অর্থ হলো জোটের সবার ওপর হামলা। খবরে বলা হয়, ইউরোপে এরই মধ্যে কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। চলমান পরিস্থিতিতে প্রতিরোধ গড়ে তুলতে অন্য ন্যাটো সদস্য রাষ্ট্র থেকেও সেখানে মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে।

সর্বশেষ খবর