রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া স্বচ্ছ হয়নি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া স্বচ্ছ হয়নি

বদিউল আলম মজুমদার

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে অনুসন্ধান কমিটি স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে বলে আমার মনে হয়নি। আমরা অনুসন্ধান কমিটির প্রস্তাবিত চূড়ান্ত ১০টি নাম প্রকাশ করতে বলেছিলাম। কিন্তু সেটা তারা করেনি। গোপন করা স্বচ্ছতা নয়। এটা ইসি গঠন আইনের ৪ ধারার সঙ্গে সংগতিপূর্ণ মনে হয়নি। গতকাল নতুন নির্বাচন কমিশন গঠনের প্রতিক্রিয়ায় তিনি বাংলাদেশ প্রতিদিনকে এ কথা বলেন।

সুজন সম্পাদক বলেন, যে পাঁচজনকে নিয়ে নির্বাচন কমিশন গঠন হয়েছে তাদের কারও সঙ্গে আমার কোনো দিন সাক্ষাৎ হয়েছিল বলে মনে পড়ে না। তাই তাদের সম্পর্কে জানি না। আর না জেনে প্রতিক্রিয়া দেওয়াটা ঠিক হবে না। আগে তাদের সম্পর্কে জানি তারপরে বলা যাবে এ কমিশন কেমন হলো। তবে আমাদের দাবি ছিল আইনের ৪ ধারা অনুযায়ী অনুসন্ধান কমিটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করবে। কিন্তু তারা সেটা করেছে বলে মনে হয়নি। স্বচ্ছতা মানে গোপন রাখা নয়। সব কিছু প্রকাশ করা। সবাই যেন দেখতে পায়, জানতে পারে কাদের নাম সুপারিশ করা হচ্ছে। কিন্তু অনুসন্ধান কমিটি সেভাবে তাদের দায়িত্ব পালন করেনি। তারা যেভাবে নাম সুপারিশ করেছে তা আইনের ৪ ধারার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এছাড়া নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়েও আমার প্রশ্ন আছে।

সর্বশেষ খবর