রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের অবস্থা সংকটাপন্ন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের অবস্থা সংকটাপন্ন

গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল- সিএমএইচে চিকিৎসাধীন আছেন সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। বর্তমানে তাঁকে সিসিইউতে রাখা হয়েছে। তাঁর জামাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মাদ আলী গতকাল বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, তিনি (সাহাবুদ্দীন আহমদ) খুব ভালো অবস্থায় নেই। এখন তাঁকে সিসিইউতে রাখা হয়েছে। আগামী পরশু (সোমবার) ডাক্তাররা একটি মেডিকেল বোর্ড বসাবেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে তাঁকে এখানেই চিকিৎসা দেওয়া হবে, নাকি বাড়িতে নিয়ে যাওয়া হবে। ১০ দিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।  ৯২ বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি ও অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ বিগত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। উল্লেখ্য, সাহাবুদ্দীন আহমদ ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পেমই গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর উ™ভূত পরিস্থিতিতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন। পরে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন।

সর্বশেষ খবর