রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

বিএনপির ব্যর্থতা অনুসন্ধান করা দরকার

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ব্যর্থতা অনুসন্ধান করা দরকার

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে বিএনপির ব্যর্থতা রয়েছে। আর কেন বিএনপি ব্যর্থ হয়েছে, তা অনুসন্ধান করা দরকার। তবে এতে জনগণেরও অনেক দায়িত্ব রয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় আবার আমাদের রাজপথে নামতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টি আয়োজিত পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মেজর (অব.) হাফিজ বলেন, পিলখানা হত্যাকান্ডে প্রতিবেশী একটি রাষ্ট্রের বিশেষ ব্যক্তি, আন্তর্জাতিক মহল এবং দেশের বিশেষ একটি রাজনৈতিক দল জড়িত ছিল। এর মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। বিএনপি ক্ষমতায় এলে পিলখানা হত্যাকান্ডের যথাযথ বিচার করা হবে। আয়োজক পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দারসহ লেবার পার্টির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর