রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারেরই

নিজস্ব প্রতিবেদক

বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারেরই

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দেশে নিত্যপণ্যের সরবরাহে কোনো ঘাটতি নেই, মূল্যস্ফীতি নেই, প্রাকৃতিক দুর্যোগ নেই, আন্তর্জাতিক বাজারেও মূল্যবৃদ্ধি নেই; তার পরও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি সম্পূর্ণ অস্বাভাবিক ও অযৌক্তিক। মন্ত্রী বা দায়িত্বশীলদের দায়দায়িত্বহীন ও কান্ডজ্ঞানহীন বক্তব্য বাজার সিন্ডিকেট, মুনাফাখোর, কালোবাজারিদেরই উৎসাহিত করছে। এ অবস্থায় সরকারকেই যে কোনো মূল্যে বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের জাসদ চত্বরে গতকাল গতকাল ঢাকা মহানগরী জাসদ আয়োজিত বিক্ষোভ সমাবেশ-মিছিল-মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। চাল, সয়াবিন তেল, পিঁয়াজসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও বাজার নিয়ন্ত্রণ এবং গ্যাস ও পানির দাম বৃদ্ধি না করার দাবিতে জাসদ এ কর্মসূচির আয়োজন করে। মহানগরী জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, ফজলুর রহমান বাবুল, শহীদুল ইসলাম, শফি উদ্দিন মোল্লা প্রমুখ।

সর্বশেষ খবর