রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

দেশে উৎপাদিত পণ্যে সম্পূরক শুল্ক উচিত নয়

নিজস্ব প্রতিবেদক

দেশে উৎপাদিত পণ্যে সম্পূরক শুল্ক উচিত নয়

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, দেশীয় শিল্পের উন্নয়নে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যে কোনো সম্পূরক শুল্ক থাকা উচিত নয়। গতকাল রাজধানীতে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত বাজেট, আমদানি শুল্ক, আয়কর, মূসক ও অন্যান্য কর বিষয়ক এফবিসিসিআইর স্ট্যান্ডিং কমিটির সভায় তিনি এ কথা বলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি সালাহউদ্দীন আলমগীর, মো. হাবীব উল্লাহ ডন, এম এ রাজ্জাক খান রাজ, পরিচালক হারুন অর রশীদ, আমজাদ হোসাইন, মো. নাসের, ড. নাদিয়া বিনতে আমীন, সৈয়দ সাদাত আলমাস কবীর, আবুল কাশেম খান ও এফবিসিসিআইর মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।

সর্বশেষ খবর