শিরোনাম
মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ ০০:০০ টা

আগামীকালের মধ্যে অভিযান শেষ করার নির্দেশ

প্রতিদিন ডেস্ক

আগামীকালের মধ্যে অভিযান শেষ করার নির্দেশ

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের পঞ্চম দিন ছিল গতকাল। তবে এদিন পর্যন্ত যে লক্ষ্যে রাশিয়া অভিযান শুরু করে তা অর্জিত হয়নি। এ অবস্থায় রাশিয়া আর সময় নেবে না বলে জানিয়েছেন সাবেক রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদরোভ। তিনি বলেছেন, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী প্রেসিডেন্ট পুতিন ২ মার্চের (আগামীকালের) মধ্যেই জয় দিয়ে এই অভিযান শেষ করার নির্দেশ দিয়েছেন। সূত্র : আলজাজিরা। এক সাক্ষাৎকারে ফেদরোভ বলেন, অভিযান শুরুর সময়ই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ ছিল, সাত দিনের মধ্যে অভিযান শেষ করতে হবে।

সে অনুযায়ী এখন তিনি ‘জয় দিয়ে ২ মার্চের মধ্যে অভিযান শেষ করতে বলেছেন’। তবে ফেদরোভ বেলারুশে ইউক্রেন প্রতিনিধিদের সঙ্গে গতকালের আলোচনার প্রসঙ্গ টেনে বলেন, দুই দেশের আলোচনার ব্যাপারে আমি আশাবাদী। তিনি বলেন, ‘আমি বন্ধু কিয়েভ ও ইউক্রেনের নেতৃত্বের অবস্থান সম্পর্কে জানি। তারা আলোচনায় বসতে ও আলোচনা করতে প্রস্তুত ছিল কোনো পূর্বশর্ত ছাড়াই।’

সর্বশেষ খবর