শিরোনাম
মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ ০০:০০ টা

ভুলে ভরা ম্যাচে জয় আফগানিস্তানের

ক্রীড়া প্রতিবেদক

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং -শেষ ম্যাচে তিন বিভাগেই ভুলের সমাহার। আর একের পর এক ভুলে হয়ে গেল টাইগারদের ভরাডুবি! ৭ উইকেটের সহজ জয়ে সিরিজে ব্যবধান কমাল আফগানিস্তান। তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। গতকাল সুযোগ ছিল আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার। কিন্তু পারল না টাইগাররা।

ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে মাত্র ১৯২ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। ১৯৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৫৯ বল আগেই মাত্র তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। ১০৬ রানের ক্যারিশম্যাটিক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রহমতুল্লাহ গুরবাজ। গতকাল বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দিনেও ৮৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন লিটন কুমার দাস। আগের ম্যাচেও সেঞ্চুরি ছিল তার। এ ম্যাচেও সেঞ্চুরির পথেই হাঁটছিলেন, কিন্তু একটি ভুল শটেই সব এলোমেলো হয়ে যায়। দলীয় ১৫৩ রানের মাথায় লিটন আউট হওয়ার পর বালির বাঁধের মতো ভেঙে পড়ে লোয়ার অর্ডার। শেষের ৫ ব্যাটসম্যানের মধ্যে তিনজনই রানআউট হয়েছেন। গতকাল বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা ছিল স্বপ্নের মতো। একটা সময় স্কোর ছিল ১০৪/১। অধিনায়ক তামিম ইকবালের আউটের পর সাকিবের সঙ্গে ৬১ রানের জুটিটি ছিল দারুণ। তখন মনে হচ্ছিল, হয়তো দলীয় রান তিনশ পার হতে পারে। কিন্তু দারুণ ছন্দে থাকা সাকিব ৩০ রান করার পর নিজের ভুলের কারণে প্লেডঅন হয়ে সাজঘরে ফিরে যান। এরপরই একের পর এক উইকেট পড়তে থাকে। আর কোনো বড় জুটিই গড়ে ওঠেনি। মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও ৫৩ বল থেকে তিনি করেছেন মাত্র ২৯ রান। তার ব্যাটিং স্টাইল যে ওয়ানডে ফরম্যাটের মোটেও মানানসই ছিল না তা স্কোর কার্ড দেখেই বোঝা যায়। এই সিরিজে অভিষিক্ত ইয়াসির আলীই বা কি করলেন! প্রথম ম্যাচে রানের খাতাই খুলতে পারলেন না। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সুযোগই পাননি। তৃতীয় ম্যাচে ১ রানেই বিদায় নিলেন। নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সিরিজের তিন ম্যাচ মিলে তার অবদান মাত্র ১ রান। ছোট লক্ষ্য নিয়ে লড়াই করার জন্য যে কৌশল দরকার ছিল তা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছেন টাইগার বোলাররাও। আর ফিল্ডাররা তো একের পর এক ক্যাচ মিস করেছেন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং -তিন বিভাগেই একের পর এক ভুলে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারলেন না তামিমরা। টি-২০ সিরিজের আগে শেষ ওয়ানডেতে সহজ জয়ে যেন আত্মবিশ্বাসের জ্বালানি পেয়ে গেল আফগানিস্তান!

সর্বশেষ খবর