মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ ০০:০০ টা
নতুন ইসি ও নির্বাচন নিয়ে সরব রাজনীতি

ডা. জাফরুল্লাহর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সবার শ্রদ্ধার মানুষ, জ্ঞানী মানুষ। কিন্তু বিএনপির হয়ে কথা বলার তিনি কেউ নন। বিএনপির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, অনেকেই আমাকে বলাবলি করছেন- ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী এই নির্বাচন কমিশনের অনেক প্রশংসা করেছেন এবং সবাইকে নতুন এই কমিশন মেনে নেওয়ারও আহ্বান জানিয়েছেন।’ এটা তার নিজস্ব মন্তব্য। এই বিষয়ে তিনি বিএনপির হয়ে কথা বলার কেউ নন। তাঁর বক্তব্য বিএনপির বক্তব্য নয়। গতকাল দুপুরে ময়মনসিংহ নগরীর নতুন বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে সর্বত্র পণ্য সরবরাহের দাবিতে এ সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি। একই দাবিতে গতকাল সারা দেশে দলের ১১টি সাংগঠনিক বিভাগে এ কর্মসূচি পালিত হয়। ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীর পরিচালনায় এতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

 মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন যেটাই হোক আমরা তাতে বিশ্বাস করি না। কারণ আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে তাহলে কোনো নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। তিনি আরও বলেন, দুদক পুঁটি মাছ ধরে। কিন্তু বোয়াল মাছ ধরে না। তিনি সরকারের উদ্দেশে বলেন, এখনো সময় আছে চাল-ডাল-তেল, গ্যাস-বিদ্যুতের দাম কমান। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। গতকাল একযোগে দেশের ১১টি মহানগরীতে বিক্ষোভ সমাবেশ করছে দলটি। ময়মনসিংহে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও সিলেট সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চট্টগ্রামে মির্জা আব্বাস, বরিশালে গয়েশ্বর চন্দ্র রায়, রাজশাহীতে নজরুল ইসলাম খান, খুলনায় আমীর খসরু মাহমুদ চৌধুরী, গাজীপুরে সেলিমা রহমান, কুমিল্লায় ইকবাল হাসান মাহমুদ টুকু, ফরিদপুরে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, রংপুরে মো. শাহজাহান ও নারায়ণগঞ্জ মহানগরে মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ।

 

সর্বশেষ খবর