শিরোনাম
বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

জামাতিরা গোঁয়ার্তুমি বাদ দিন, পাকিস্তান ক্ষমা চান

নিজস্ব প্রতিবেদক

জামাতিরা গোঁয়ার্তুমি বাদ দিন, পাকিস্তান ক্ষমা চান

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের উদ্দেশ করে বলেছেন, গোঁয়ার্তুমি বাদ দিন। আরেকবার ক্ষমা চান। যদিও আপনারা অপরাধী নন। আপনাদের বাপ-দাদারা অপরাধী। পরিষ্কার রাজনীতির ভিতরে আসেন। একইভাবে পাকিস্তানকেও ক্ষমা চাইতে হবে বলে উল্লেখ করেন তিনি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক কুদস সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু, কুদস গ্লোবাল উইকের বাংলাদেশ অ্যাম্বাসাডর মুহাইমিনুল হাসান রিয়াদ প্রমুখ। জাফরুল্লাহ চৌধুরী বলেন, ফিলিস্তিনিদের ওপর যে অন্যায় করা হচ্ছে, সে অন্যায় থেকে তাদের রক্ষা করা সব মুসলমান রাষ্ট্রের কর্তব্য। তবে এ কর্তব্য পরিপূর্ণ হবে না, যদি না পাকিস্তানকে যুক্ত করা যায়। ১৯৭১ সালে পাকিস্তান আমাদের সঙ্গে অন্যায় করেছে। কিন্তু আমাদের নেতা শেখ মুজিবুর রহমান তাদের ক্ষমা করে গেছেন। তাহলে আমাদের এখন কীসের রাগ। তবে হ্যাঁ, আমরা এখন দাবি করতে পারি, আরেকবার তারা ক্ষমা চাইতে পারে।

সর্বশেষ খবর