বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

ভোটাধিকার রক্ষা করব, এটা ফাঁকা বুলি নয়

নিজস্ব প্রতিবেদক

ভোটাধিকার রক্ষা করব, এটা ফাঁকা বুলি নয়

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এবারে জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’। এটা শুধু মুখের বুলি নয়, কমিশন অঙ্গীকার করে ফেলেছে। অঙ্গীকার করলে পালন করতে হবে। চেষ্টা করতে হবে, সফল না-ও হতে পারি। তিনি বলেন, ভোটাররা ভোটাধিকার প্রয়োগে বাধা-বিপত্তির মুখোমুখি হলে, আমরা তাদের পাশে দাঁড়াব। আমরা সবাই মিলিত হয়ে জনগণের ভোটাধিকার রক্ষা করব। গতকাল বিকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ ছাড়া ভোটার দিবসের র‌্যালি শেষে সিইসি বলেন, ভোটাধিকার রক্ষা করব, এটা ফাঁকা বুলি নয়। আগামী সংসদ নির্বাচনে মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. আহসান হাবীব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান বক্তব্য রাখেন। বিকালে আলোচনা সভায় সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, এবারে জাতীয় ভোটার দিবসের স্লোগান ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’- এটা শুধু মুখের বুলি নয়, এটা কিন্তু কমিশনের অঙ্গীকার করে ফেলেছি। কোনো অঙ্গীকার করতে নেই। আর যদি অঙ্গীকার করতে হয়, তবে সেটা পালন করতে হবে। চেষ্টা করতে হবে, সফল নাও হতে পারি। তিনি বলেন, গণমানুষের ভোটাধিকার বাস্তবায়নের সাংবিধানিক যে দায়িত্ব আমাদের ওপর রয়েছে সেটা পালন করতে হবে। ভোটাররা ভোটাধিকার প্রয়োগে বাধা-বিপত্তির মুখোমুখি হতেও পারেন, আবার নাও পারেন। বাধার মুখে পড়লে কমিশন পক্ষ থেকে প্রতিশ্রুতি থাকতে হবে, আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। যাতে তারা মুক্তভাবে-স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

সর্বশেষ খবর