বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

টি-২০-তে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

নতুন বছরে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এই প্রথম খেলবে টি-২০ সিরিজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটি আজ শুরু হবে বেলা ৩টায়। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে টাইগাররা মাঠে নামছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ আত্মবিশ্বাস নিয়ে। সিরিজটি আবার মুশফিকুর রহিমের মাইলফলকের। সাবেক অধিনায়ক যদি আজ মাঠে নামেন তাহলে দ্বিতীয় টাইগার ক্রিকেটার হিসেবে ম্যাচ খেলার সেঞ্চুরি করবেন। টি-২০ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে ১০০ ম্যাচ খেলার রেকর্ড রয়েছে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের। টাইগার অধিনায়ক এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ১১৩টি। মাহমুদুল্লাহকে হাতছানি দিচ্ছে আরেকটি রেকর্ড। আজ তিনি খেলতে নামবেন ১৯৭১ রান নিয়ে। মাত্র ২৯ রান করলেই প্রথম টাইগার ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে ২ হাজার রানের ঘরে নাম লেখাবেন। দুই দুটি মাইলফলকের হাতছানির ম্যাচটি জিততেই মাঠে নামবে বাংলাদেশ, বলেন অধিনায়ক মাহমুদুল্লাহ, ‘আশাতো অবশ্যই জেতার। আমি সবসময় বলি, টি-২০ ফরম্যাট এমন একটি ফরম্যাট, যে কোনো দিন যে কোনো দল জিততে পারে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা কালকের (আজকের) ম্যাচেই ফোকাস করছি। আমাদের শুরুটা নিয়ে আমরা ফোকাস করছি।’ দুই দেশ ২০১৪ সাল থেকে টি-২০ ম্যাচ খেলছে পরস্পরের বিপক্ষে। আট বছর আগে মিরপুরের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের ঘূর্ণিতে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ। ২০১৯ সালের সেপ্টেম্বরে সর্বশেষ মুখোমুখিতেও ৪ উইকেটে জিতেছিল টাইগাররা। তবে মিরপুরে দুই দলেরই হারজিত একটি করে। ২০২১ সালের সেপ্টেম্বরে মিরপুরে আফগানরা জিতেছিল ২৫ রানে। পরিসংখ্যানেও এগিয়ে আফগানিস্তান। ৬ ম্যাচে সফরকারীদের জয় ৪টি এবং বাংলাদেশের ২টি। এই ম্যাচে অভিষেক হতে পারে তরুণ ওপেনার মুনিম শাহরিয়ারের। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে দারুণ খেলেছেন মুনিম। এতে বাদ পড়তে পারেন মোহাম্মদ নাঈম শেখ। ওয়ানডে সিরিজ সেরা লিটন দাস খেলবেন নিশ্চিত। টি-২০ বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের ঘরের মাঠে বাদ পড়েছিলেন পাকিস্তানের বিপক্ষে সিরিজে। ফিরেছেন ইনজুরি কাটিয়ে সকিব। পূর্ণ শক্তি নিয়েই আজ মাহমুদুল্লাহ বাহিনী জয়ের টার্গেটে নামছে রশিদ খান, মুজিব উর রহমানদের বিপক্ষে। আজ প্রথম টি-২০। শনিবার দ্বিতীয় টি-২০। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করেই তিন ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

সর্বশেষ খবর