শনিবার, ৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

পরমাণু বিশেষজ্ঞ দলকে তৈরি রাখার ঘোষণা আমেরিকার

প্রতিদিন ডেস্ক

রুশ বাহিনীর সামরিক অভিযানে ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনার পর নিজেদের নিউক্লিয়ার রেসপন্স টিম (যারা পরমাণু শক্তি নিয়ে কাজ করেন) প্রস্তুত রাখার ঘোষণা দিয়েছে আমেরিকা। আমেরিকার জ্বালানিমন্ত্রী জেনিফার গ্র্যানহোম গতকাল টুইটারে এক বার্তায় এ তথ্য জানান। সূত্র : বিবিসি।

পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার পরে মার্কিন জ্বালানিমন্ত্রী ইউক্রেনের জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এর পরই এ ঘোষণার কথা জানান তিনি। তিনি বলেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাছে রাশিয়ার সেনাবাহিনীর হামলা বেপরোয়া এবং এটি অবশ্যই বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের রিয়েক্টর শক্তিশালী অবকাঠামো দিয়ে ঘিরে রাখা আছে এবং রিয়েক্টর নিরাপদে বন্ধ করা হচ্ছে। উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকান্ডের খবর দেয় স্থানীয়

কর্তৃপক্ষ। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র, যা ইউক্রেনের বিদ্যুতের চাহিদার প্রায় ২৫ শতাংশ মেটায়।               

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর