শনিবার, ৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

আর নিষেধাজ্ঞা না দিতে পুতিনের হুঁশিয়ারি

প্রতিদিন ডেস্ক

আর নিষেধাজ্ঞা না দিতে পুতিনের হুঁশিয়ারি

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন হুঁশিয়ার করে বলেছেন, ‘যারা ইউক্রেনে রুশ অভিযানের বিরোধিতা করছে তারা যেন তার দেশের ওপর আর নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতির অবনতি না ঘটায়।’ গতকাল এক সরকারি সভায় ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন। রাষ্ট্র নিয়ন্ত্রিত ‘রাশিয়া টিভি ২৪ চ্যানেলে’ এ ভাষণটি সরাসরি সম্প্রচার করা হয়। সূত্র : রয়টার্স, বিবিসি। ভাষণে পুতিন বলেন, প্রতিবেশী দেশের প্রতি আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই। সম্পর্কের অবনতি ঘটে- এমন কোনো পদক্ষেপ প্রতিবেশী দেশগুলো নেবে না বলে রুশ সরকার মনে করে। সম্পর্ক কীভাবে স্বাভাবিক করা যায়, কীভাবে সহযোগিতা বাড়ানো যায়- সেটাই সবার চিন্তা করা উচিত। পুতিন বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা থেকে আমরা বরং উপকৃতই হব। আমরা পরিস্থিতি মোকাবিলায় তৈরি হতে পারব, আমরা আরও স্বয়ংসম্পন্ন হব। রুশ প্রেসিডেন্ট উল্লেখ করেন, ‘যারা সহযোগিতায় অস্বীকৃতি জানাবে তারা নিজেদের ক্ষতি করবে। রাশিয়ারও ক্ষতি করবে। কিন্তু ক্ষতি হলেও তার দেশ নতুন দক্ষতা ও প্রকল্প তৈরি করছে এ ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর