শনিবার, ৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

কিংবদন্তি শেন ওয়ার্ন মারা গেছেন

ক্রীড়া ডেস্ক

কিংবদন্তি শেন ওয়ার্ন মারা গেছেন

জন্ম : ১৩ সেপ্টেম্বর ১৯৬৯ মৃত্যু : ৪ মার্চ ২০২২

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রডনি মার্শের মৃত্যুতে শোকস্তব্ধ শেন ওয়ার্ন টুইট করেছিলেন, ‘রড মার্শ মারা যাওয়ার খবর শুনে খুব খারাপ লাগছে। উনি ক্রিকেটের কিংবদন্তি ছিলেন। বহু তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা ছিলেন তিনি। রড ক্রিকেটের যত্ন করতেন।  অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের অনেক কিছু দিয়েছেন। ওর পরিবারকে অনেক অনেক ভালোবাসা।’ টুইট করার সময় কি ঘুণাক্ষরে টের পেয়েছিলেন ওয়ার্ন, তিনিও গোটা বিশ্বকে স্তব্ধ করে চলে যাবেন? কী রূঢ় বাস্তবতা! ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা স্পিনার ওয়ার্ন ৫২ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গেছেন। অসি লেগ স্পিনার ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা বিবৃতি দিয়ে মৃত্যুর খবর জানিয়েছে। সংস্থাটি ধারণা করছে, থাইল্যান্ডে হার্ট অ্যাটাকে মারা গেছেন সর্বকালের সেরা লেগ স্পিনার। ওয়ার্নের সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে, ‘শেনকে অচেতন অবস্থায় তার ভিলায় পাওয়া যায়। মেডিকেল স্টাফের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। কঠিন এই সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে তার পরিবার। বিস্তারিত পরে জানানো হবে।’ মাত্র ২৪ ঘণ্টা আগে রডনি মার্শ মারা       গেছেন। বর্ণময় চরিত্রের জন্য শেন ওয়ার্নকে অনেকেই ফুটবলের কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার সঙ্গে তুলনা করেন। নারী কেলেঙ্কারি থেকে শুরু করে ড্রাগস- সবকিছুর সঙ্গেই সংশ্লিষ্টতা ছিল আর্জেন্টাইন ফুটবল তারকার। ওয়ার্নও নারী কেলেঙ্কারি থেকে শুরু করে ড্রাগসের সঙ্গে জড়িয়ে ছিলেন নিজেকে। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ২০০৩ সালে নিষিদ্ধ হন ক্রিকেটে। এরপর ২০০৭ সালে ফেরেন অস্ট্রেলিয়া দলে। তবে ওয়ানডে নয়, শুধু খেলতেন টেস্ট। ১৯৯৯ সালে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন ওয়ার্ন। ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট, সেঞ্চুরি ছাড়া ৩১৫৪ রান এবং ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট ও ১০১৮ রান করা ওয়ার্ন গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেপ্টেম্বরে করোনা থেকে সেরে ওঠার আগে মজা করে জানিয়েছিলেন, করোনা থেকে সেরে উঠতে তিনি দিনে ১০০ সিগারেট খেতে পারেন। ১৯৬৯ সালে ১৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের ফার্নট্রিগালি অঞ্চলে জন্ম নেন। মারা যান থাইল্যান্ডের কোহ সামুইতে। কিংবদন্তি লেগ স্পিনারের টেস্ট অভিষেক ১৯৯২ সালে সিডনিতে ভারতের বিপক্ষে। অভিষেক টেস্ট আলোকিত ছিল না। কিন্তু ক্যারিয়ারের পুরোটাই ছিল আলোকিত। টেস্ট ক্রিকেটে তার চেয়ে বেশি উইকেট শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের, ৮০০টি। অবশ্য প্রথম বোলার হিসেবে টেস্টে ৬০০ ও ৭০০ উইকেট নেওয়ার বিরল রেকর্ড এই লেগ স্পিনারের। ক্যারিয়ারের ১১ নম্বর টেস্টে ইংলিশ ক্রিকেটার মাইক গ্যাটিংকে বোকা বানিয়ে যেভাবে বোল্ড করেছিলেন, ক্রিকেটার, ধারাভাষ্যকার, দর্শকরা সবাই থমকে গিয়েছিলেন। ধারাভাষ্যকাররা বিস্ময়কর বলটিকে আখ্যা দিয়েছিলেন ‘বল অব দ্য সেঞ্চুরি’। লেগ স্ট্যাম্পে পিচ আপ বলটি গ্যাটিংকে বোকা বানিয়ে অফ স্ট্যাম্প ভেঙে ফেলেন। বলের টার্নে বোকা বনে ছিলেন গ্যাটিং। অনেকটা সময় তিনি চোখ বড় করে উইকেটের দিকে তাকিয়ে ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর