শনিবার, ৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

সাহস থাকলে খালেদা জিয়াকে ছেড়ে দিন

-মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

সাহস থাকলে খালেদা জিয়াকে ছেড়ে দিন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে সরকার মারাত্মক ভয় পায়। তিনি যদি বাইরে আসেন, শুধু গাড়িতে বসে হাত দেখান তাহলেই দেশের মানুষকে আর কেউ আটকে রাখতে পারবে না। সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, সাহস থাকলে খালেদা জিয়াকে ছেড়ে দিন, বাইরে আসতে দিন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুকে গ্রেফতারের প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন। এখন আওয়ামী লীগের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। তার একটাই কারণ, আওয়ামী লীগ মিথ্যাবাদী ও প্রতারক। তিনি বলেন, সরকার খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করতে দিচ্ছে না। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বিএনপির ছয় শর বেশি নেতা-কর্মীকে গুম করা হয়েছে। হাজারের বেশি নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, রফিকুল ইসলাম জনপ্রিয় নেতা বলে তাকে গ্রেফতার করা হয়েছে। মিথ্যা মামলা, আক্রমণ করে লাভ নেই। দেশের মানুষ জেগে উঠেছে। মির্জা ফখরুলের ভাষ্য, এ সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় বসে আছে। বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার ছাড়া তাদের অন্য কোনো উপায় নেই। জনগণের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, ঢাকা দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহিন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির, ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের আহ্বান: যুদ্ধরত দুই দেশের চলমান আলোচনার ধারাবাহিকতায় যুদ্ধ বন্ধ করে অবিলম্বে শান্তি ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জাতিসংঘের নেতৃত্বে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে প্রবহমান বিশ্ব জনমত ও মূল্যায়নের পক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব শক্তিকে সুদৃঢ় অবস্থান গ্রহণের প্রত্যাশা করছে। গতকাল খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর