শনিবার, ৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

মধ্যস্থতার প্রস্তাব সৌদি যুবরাজের

প্রতিদিন ডেস্ক

মধ্যস্থতার প্রস্তাব সৌদি যুবরাজের

সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে অন্যতম বিশ্ব পরাশক্তি রাশিয়া। ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে এ অভিযান শুরু হয়। গতকাল ছিল অভিযানের নবম দিন। বিগত আট দিনে দেশটির বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। এদিকে ইউরোপের এ দুই দেশের মধ্যে যুদ্ধ থামাতে  আলোচনায় মধ্যস্থতাকারী হওয়ার প্রস্তাব দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান। সূত্র : রয়টার্স। গত বৃহস্পতিবার রাতে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলোচনার সময় তিনি এ প্রস্তাব দেন। প্রসঙ্গত,  বিশ্ব তেল সরবরাহকারী সংস্থা ‘ওপেক’-এর অন্যতম সদস্য সৌদি আরব। রাশিয়া ওই সংস্থার পর্যবেক্ষক সদস্য। দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগও দীর্ঘদিনের। সৌদি যুবরাজ ফোনে পুতিনকে জানিয়েছেন, মস্কোর স্বার্থ অক্ষুণœœ রেখেই সমস্যার রাজনৈতিক সমাধানের পথ খোঁজার প্রয়াসে শামিল হতে চান তিনি। এদিকে ঘটনাচক্রে বৃহস্পতিবার রাতে যুদ্ধ থামানোর উদ্দেশ্যে পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার বসার প্রস্তাব দিয়েছেন ইউক্রনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বেলারুশ সীমান্তে দ্বিপক্ষীয় প্রতিনিধি স্তরের দ্বিতীয় দফার শান্তি বৈঠকের পর তিনি বলেন, ‘যুদ্ধ বন্ধ করার এক মাত্র পথ, আমার সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখোমুখি আলোচনা।’ তবে জেলেনস্কির ওই প্রস্তাবের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর