শনিবার, ৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

রাজাকারের সন্তান সরকারি চাকরি পাবে না

গাজীপুর প্রতিনিধি

রাজাকারের সন্তান সরকারি চাকরি পাবে না

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি গতকাল বলেছেন, রাজাকারের সন্তানদের সরকারি চাকরি দেওয়া হবে না। এ বিষয়ে একটি আইন সংসদে পাস হওয়ার অপেক্ষায় রয়েছে। গাজীপুর শহরের সাহাপাড়ায় মার্কাস রোডে ৫০ শয্যাবিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের ভিতপাথর স্থাপন করার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আশা প্রকাশ করেন পরবর্তী অধিবেশনে পাস হলেই রাজাকারের তালিকা তৈরি শুরু হবে। তিনি বলেন, রাজাকারের সন্তানরা ব্যবসা-বাণিজ্য বা অন্য কোনো কাজ করতে পারবে। শুধু একটি সুযোগ তারা ভোগ করতে পারবে না তা হলো সরকারি চাকরি। গাজীপুর ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ প্রমুখ। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর