সোমবার, ৭ মার্চ, ২০২২ ০০:০০ টা

রোমানিয়া পৌঁছেছেন ২৮ নাবিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আটকে পড়া ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিক নিরাপদে রোমানিয়া পৌঁছেছেন। রবিবার সকালে তারা সেখানে পৌঁছেন। বর্তমানে তারা হোটেলে অবস্থান করছেন।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম অফিস সূত্রে জানা যায়, ইউক্রেনে আটকে পড়া ২৮ নাবিক মলদোভা হয়ে রবিবার রোমানিয়া পৌঁছেন। বর্তমানে তারা রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি হোটেলে অবস্থান করছেন। দীর্ঘ পথ পাড়ি দেওয়ায় তাদের বিশ্রাম প্রয়োজন।

আগামী কয়েকদিনের মধ্যে তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। প্রসঙ্গত, গত ২১ ফেব্রুয়ারি তুরস্কের ইরাগলি বন্দর থেকে পণ্য বোঝাই করে ইউক্রেনের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’। রাশিয়া ইউক্রেনে হামলা করলে জাহাজটি আটকা পড়ে। এক সপ্তাহের মাথায় হামলার শিকার হয় জাহাজটি। নাবিকদের চেষ্টায় জাহাজের আগুন নিয়ন্ত্রণে আসলেও নিহত হন নাবিক হাদিসুর রহমান আরিফ।

সর্বশেষ খবর