সোমবার, ৭ মার্চ, ২০২২ ০০:০০ টা

জোসেফ ক্রাউলি এখন নাটকে

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

জোসেফ ক্রাউলি এখন নাটকে

কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের কো-চেয়ার জোসেফ ক্রাউলি এখন ‘ব্রডওয়ে শো’-তে অভিনয় করছেন। নিউইয়র্ক সিটির ডাউন টাউনে ১৮৬৩ সালে আইরিশ এবং কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের মধ্যকার বর্ণবাদী রক্তাক্ত দাঙ্গার পটভূমিতে রচিত ‘প্যারাডাইস স্কোয়ার’ নাটকে শুধু অভিনয়ই নয়, প্রযোজনা-অধিকর্তা হিসেবেও কাজ করছেন এক সময়ে মার্কিন রাজনীতিতে দুর্দান্ত প্রতাপশালী কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি। তিনি বাংলাদেশি আমেরিকানদের কাছেও ছিলেন অত্যন্ত জনপ্রিয়। ২০১৮ সালের নির্বাচনে আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজের কাছে হেরে যান ডেমোক্র্যাটিক পার্টির প্রভাবশালী জোসেফ ক্রাউলি। নিউইয়র্ক সিটির বাংলাদেশি ও স্প্যানিশ অধ্যুষিত জ্যাকসন হাইটস-এলমহার্স্ট এলাকার নির্বাচিত প্রতিনিধি হলেও জোসেফ ক্রাউলির পরিবার বাস করতেন ভার্জিনিয়ায়। এটি ছিল তার পরাজয়ের অন্যতম কারণ। কংগ্রেস থেকে বিদায় তথা রাজনীতির অঙ্গন থেকে হারিয়ে গেলেও জীবিকার অবলম্বন হিসেবে খ্যাতনামা একটি লবিং ফার্ম ‘স্ক্যুয়ের প্যাট্টন বোগস’-এ যোগ দিয়েছেন তিনি। পাশাপাশি দ্রাবিনস্কির অধীনে অভিনয় করছেন। নিউইয়র্ক পোস্টকে জোসেফ ক্রাউলি বলেছেন, আইরিশ হিসেবে তার অভিনয়ে ভালোই লাগছে। এক সময় কৃষ্ণাঙ্গরা আইরিশদের টার্গেট করেছিল নিউইয়র্ক সিটিসহ যুক্তরাষ্ট্রের বহু স্থানে। সেই ভয়ংকর পরিস্থিতির আলোকপাতের পর ধর্ম-বর্ণ-জাতিগোষ্ঠীর মধ্যে সৃষ্ট সম্প্রীতির জয়গান জাগ্রত রাখার অভিপ্রায়ে এমন একটি নাটকের ভীষণ প্রয়োজন ছিল। জোসেফ ক্রাউলি আর রাজনীতিতে ফিরতে চান না। জীবিকার জন্য লবিং ফার্ম বেছে নিয়েছেন। বর্তমানে হোয়াইট হাউসেও কংগ্রেসে ডেমোক্র্যাটদের আধিক্য থাকায় লবিং ফার্ম ফায়দা পাচ্ছে বলেও অনেকে মনে করছেন। ক্রাউলি যে ফার্মে কাজ করছেন তার নীতি-নির্ধারকদের প্রায় সবাই ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর অথবা কংগ্রেসম্যান ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর