মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে

ভারত সরকারের উপহার লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পেল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গতকাল বিকালে ভারত সরকারের অর্থায়নে অ্যাম্বুলেন্সটি আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় জেলা সিভিল সার্জনের হাতে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয় উল্লেখ করে হাইকমিশনার বলেন, একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় ভারত যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ছিল, তেমনিভাবে করোনা মহামারীর সময়ও অক্সিজেন সরবরাহসহ বিভিন্নভাবে সহযোগিতা করে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত। তা আগামী দিনেও অব্যাহত থাকবে। কভিড-১৯ প্রতিরোধসহ জনকল্যাণে এ অ্যাম্বুলেন্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভার বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি বলেন, ৭ মার্চ বাঙালি জাতির একটি স্মরণীয় দিন। এই দিনে জাতির জনকের ভাষণ জাতির মুক্তির মন্ত্র হিসেবে কাজ করেছে এবং যুদ্ধ চলাকালীন প্রতিটি মানুষকে শক্তি জুগিয়েছে। এই ভাষণ একবার শুনলে বার বার শুনতে মন চায়। এই ভাষণ দেশপ্রেমে আত্মপ্রত্যয়ী করে তুলেছে জাতিকে। নিরস্ত্র বাঙালিকে প্রশিক্ষণ দিয়ে অস্ত্রসহ যুদ্ধে সহায়তা করে ভারত। স্বাধীনতাযুদ্ধে প্রায় ১৭ হাজার ভারতীয় সেনা মহান স্বাধীনতা যুদ্ধে মারা যায়। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবদুল হামিদ, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ।

সর্বশেষ খবর