মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

ভোজ্য তেলের ভ্যাট প্রত্যাহার চায় এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে বেড়েছে ভোজ্য তেলের দাম। এ পরিস্থিতিতে অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে আগামী তিন মাসের জন্য ভোজ্য তেল আমদানিতে ভ্যাট  প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

গতকাল রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে ‘ভোজ্য তেলের বাজার পরিস্থিতি’ নিয়ে এক মতবিনিময় সভায় এ দাবি জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

এ সময় তিনি বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে- এ অজুহাতে অনেকেই তেল মজুদ করছেন। কেউ কেউ বোতলের তেল খোলা হিসেবে বিক্রি করছেন। ভোজ্যতেলের সরকার নির্ধারিত মূল্য সবাইকে প্রতিপালন করতে হবে। অযৌক্তিকভাবে কেউ দাম বাড়াবেন না। মজুদ করবেন না। কেউ অসাধু উপায় নিলে এফবিসিসিআই তাদের পক্ষে নেই। বাজার নিয়ন্ত্রণে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে একটি মনিটরিং সেল গঠনের ঘোষণাও দেন সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন। একই সঙ্গে বাজার কমিটিগুলোকে তদারকি কার্যক্রম জোরদার করার প্রতি জোর দেন তিনি। খোলা তেল বিক্রি বন্ধ ও আমদানিকৃত অপরিশোধিত তেল বন্ডের মাধ্যমে ছাড় করার পদ্ধতি চালুর পক্ষেও মত দেন এফবিসিসিআই সভাপতি। মতবিনিময় সভায় ভোজ্যতেল মিল মালিক ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান, গত এক বছরে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে ৬১ শতাংশ। একই সময়ে দেশের বাজারে মূল্যবৃদ্ধির হার ২১ শতাংশ। তারা জানান, মিল মালিকদের পক্ষ থেকে বাজারে সরবরাহে কোনো ঘাটতি নেই। আমদানিকরকরা জানান, প্রতি লিটার সয়াবিন তেলে সরকার ২৫ থেকে ২৭ টাকার রাজস্ব পায়। বর্তমান সময়ে এ রাজস্ব ছাড় দিলে রমজান পর্যন্ত তেলের বাজারে কোনো সংকট থাকবে না। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন প্রতি ১৫ দিনে একবার তেলের দাম নির্ধারণের পরামর্শ দেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি মো. হাবীব উল্লাহ ডন, পরিচালক রেজাউল করিম রেজনু, হারুন অর রশীদ, আবু হোসাইন ভূঁইয়া (রানু), মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বশির উদ্দিন প্রমুখ।

সর্বশেষ খবর