সোমবার, ১৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

সোনিয়াই থাকছেন কংগ্রেস সভাপতি

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

সোনিয়াই থাকছেন কংগ্রেস সভাপতি

সোনিয়া গান্ধীই আপাতত জাতীয় কংগ্রেসের সভাপতি থাকছেন। জাতীয় কংগ্রেসের সর্বোচ্চ নীতি-নির্ধারক কমিটির পাঁচ ঘণ্টা ম্যারাথন বৈঠকের পর এ সিদ্ধান্ত ঘোষণা করেন মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের বিপর্যয়ের পর সোনিয়া গান্ধী এ বৈঠক ডাকেন। আগামী আগস্টে কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন   হবে। তখন নতুন সভাপতি নির্বাচিত হবে। তার আগে বিশেষ চিন্তন বৈঠক ডাকা হবে। যেখানে বিজেপির মোকাবিলার রণনীতি তৈরি করা হবে বলে জানানো হয়েছে।

মুখপাত্র বলেন, ‘দলের নেতাদের অনেকেই রাহুলকে সভাপতি করার জন্য আগ্রহ প্রকাশ করেন। তবে এ সিদ্ধান্ত হবে দলের নির্বাচনের মাধ্যমে।’ আপাতত সোনিয়া গান্ধীকেই দায়িত্ব দেওয়া হয়েছে দলের বিপর্যয়ের জন্য সংগঠনে প্রয়োজনীয় পরিবর্তন করার। মুখপাত্র এও বলেন, ‘ভোটের বিপর্যয়ের জন্য কোনো একক নেতাকে দায়ী করা হয়নি। এ কারণে কেউ ইস্তফা দেননি। পাঁচ রাজ্যের নির্বাচনে কংগ্রেস কোথাও জিততে পারেনি। পাঞ্জাবে নিজেদের সরকার থাকা সত্ত্বেও অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির কাছে শোচনীয়ভাবে বিপর্যস্ত হয়েছে কংগ্রেস। পাঞ্জাবে ১১৭ আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে মাত্র ১৮টি। উত্তর প্রদেশে ৪০৩টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে মাত্র দুটি। এদিকে উত্তর প্রদেশের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ গতকাল দিল্লি আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে। আম আদমি পার্টি সিদ্ধান্ত নিয়েছে, আগামী মার্চ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান সিং মান শহীদ ভগৎ সিংয়ের গ্রামে শপথ গ্রহণ করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর