সোমবার, ১৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

গণতন্ত্রের মুক্তির জন্য জাতীয় সরকার

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্রের মুক্তির জন্য জাতীয় সরকার

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র আজ অপহৃত। গণতন্ত্রের মুক্তির জন্য জাতীয় সরকার গঠন অপরিহার্য হয়ে উঠেছে। যে সরকার দায়িত্ব নিয়ে দেশের ধ্বংস হয়ে যাওয়া প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন করে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ  জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবে। গতকাল ছিল তার ৮৪তম জন্মদিন। এ উপলক্ষে বিকালে নিজের বাসভবনে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সবার কাছে নিজের এবং দেশ ও দেশবাসীর জন্য দোয়া চান। একই সঙ্গে বাংলাদেশ প্রতিদিনের ১৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানান। কর্নেল অলি আরও বলেন, দেশ এখন ভালো চলছে না। দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি মানুষের জীবনযাত্রায় চরমভাবে আঘাত হেনেছে। বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাপন দুঃসাধ্য হয়ে পড়েছে। এ অবস্থায় একটা পরিবর্তন আবশ্যক। গতকাল ছিল অলি আহমদ বীরবিক্রমের ৮৪তম জন্মদিন। তার জন্ম ১৯৩৯ সালের ১৩ই মার্চ। পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার চন্দনাইশে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর