মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

ছায়াসঙ্গী হয়ে থাকব

সমরেশ মজুমদার

ছায়াসঙ্গী হয়ে থাকব

১২ বছরের জন্মদিনে আমার পিতামহ একটা দামি কলম উপহার দিয়ে বলেছিলেন, ‘যত্ন করে রেখ; যখনই কাউকে চিঠি লিখবে, এই কলম ব্যবহার করবে।’

পিতামহের দেওয়া কলম খুব যত্নের সঙ্গে এতকাল রেখে দিয়েছিলাম। অত্যন্ত প্রয়োজন ছাড়া ব্যবহার করিনি।  বড় হওয়ার পর বিশেষ কাউকে চিঠি লিখতে গেলে অথবা চেকে সই করলে আমি সেই ১২ বছর বয়সের কলমটাই ব্যবহার করে চলেছি। ওর দিকে তাকালেই ১২ বছর বয়সটাকে অনুভব করতে পারি। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আমার সম্পর্কের বয়স অনেক বছর হয়ে গেল। একটু একটু করে একটি দৈনিক পত্রিকা জনপ্রিয় হয়ে উঠল চোখের সামনে। গত বছরগুলোতে করোনার ভয়ংকর যুদ্ধ সামলেও বাংলাদেশ প্রতিদিন পায়ের তলার মাটি শক্ত রেখেছে। এটা কম কথা নয়। আজ বাংলাদেশ প্রতিদিন এক যুগ পাড়ি দিল। সেই ১২ বছর বয়সে মানুষ শৈশব-বাল্যবেলা পেরিয়ে কৈশোরে পা দেয়, পায়ের তলায় সরষে এসে জমে। মানুষের এই বিশ্বময় ছড়িয়ে যাওয়ায় বয়সে পা দিয়েছে বাংলাদেশ প্রতিদিন। এখন এই পত্রিকা সাবালক হওয়ার পথে, অন্তত বয়সের বিচারে। আমার আন্তরিক অভিনন্দন রইল। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি ছায়াসঙ্গী হয়ে রইলাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর